পেঁয়াজ সংকট অতীতের সব রেকর্ড ভেঙেছে। অভিযোগ রয়েছে, পেঁয়াজ চাষিরা ন্যায্য মূল্য না পেয়ে পেঁয়াজ চাষে উৎসাহ হারিয়ে ফেলছে। ভারতসহ নানা দেশ থেকে পেঁয়াজ আমদানিও বাড়ছে। ফলে ব্যবসা করছে এক শ্রেণির অতি মুনাফালোভী মধ্যস্বত্বভোগীরা। ভারত গত বছর আমাদের প্রয়োজনীয়সংখ্যক গরু দেয়নি; কিন্তু দেশি গরুর খামারিদের সরবরাহের কারণে দেশে কোরবানিতে কোনো সমস্যা হয়নি। পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য সরকার যদি পূর্বপরিকল্পনা মতো কৃষককে ভর্তুকি বা প্রণোদনা দেয়, তাহলে আগামী দিনে আর ভারত বা অন্য দেশের ওপর নির্ভরশীল হয়ে আমদানি করতে হবে না। চাষিরা চায় তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য। সীমিত পরিমাণে নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। যেহেতু উৎপাদন খরচ বেশি, তাই পেঁয়াজ চাষিদের প্রণোদনা বা ভর্তুকি দিলে চাষিরা দ্বিগুণ উৎসাহে পেঁয়াজ উৎপাদনে মনোনিবেশ করবে বলে অনেকে মনে করছেন। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি প্রয়োজন।
মো. জিল্লুর রহমান
সতীশ সরকার রোড, গেণ্ডারিয়া, ঢাকা।
মন্তব্য