kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

শীতার্ত মানুষের পাশে দাঁড়ান

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশীতকাল চলে এসেছে পুরোদমে। নিম্ন আয়ের মানুষের দুর্ভোগও বাড়তে শুরু করেছে। কারণ শীতকাল এলেও তাদের গরম কাপড়ের ব্যবস্থা হয়নি ঠিকমতো। তারা রাতে ঘুমাতে পারে না গরম কাপড়ের অভাবে। সমাজের উঁচুস্তরের মানুষ তাদের পাশে দাঁড়িয়ে একটু সহায়তা করলে তারাও আরামে ঘুমাতে পারে। শীতার্ত মানুষগুলো কতটা দুর্বিষহ জীবন যাপন করে, তা শহরের ফুটপাত, রেলস্টেশনে না গেলে বোঝা যায় না। মানবতার সেবা সবচেয়ে বড় সেবা। তাই আসুন, শীতার্ত মানুষগুলোর দুর্বিষহ জীবনের কথা ভেবে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। ওদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করি। আমাদের একটু সাহায্য লাঘব করতে পারে লাখো মানুষের কষ্ট। ওদের মুখে হাসি ফুটুক, বেঁচে থাকুক মানবতা। এ বিষয়ে সরকারি ও সামাজিক উদ্যোগ জরুরি।

মো. বিল্লাল হোসেন

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

মন্তব্যসাতদিনের সেরা