রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি
বেশ কিছুদিন ধরে পেঁয়াজের বাজারে অস্থিরতা চলছে, থামার কোনো লক্ষণই নেই। কী এক গুজবে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেন, যা স্বাভাবিক মূল্য ৩৫-৪০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে এলাকাভেদে ২৫০ টাকা অতিক্রম করেছে। পেঁয়াজের মূল্যবৃদ্ধির ইতিহাসে এটিই সর্বোচ্চ দাম। ভারত বা পেঁয়াজ উৎপাদনকারী অন্যান্য দেশে পেঁয়াজের কোনো সংকট নেই এবং দামও স্বাভাবিক আছে। অন্যান্য দেশের মধ্যে সর্বোচ্চ ৫৬ টাকা মিয়ানমারে। কিছু অসাধু মুনাফালোভী ব্যবসায়ী মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছেন। ব্যবসায়ীদের লোভী মনোভাব বজায় আছে, সরকারও পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে পেঁয়াজ ছাড়াও বেড়েছে আদা-রসুনের দাম, বাড়ছে চালের দামও। এ অবস্থা চলতে থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে থাকবে। সরকারকে কঠোর হয়ে অপরাধী দমনের মতোই পেঁয়াজের সিন্ডিকেট দমন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি চাই।
জুবায়ের আহমেদ
পাণ্ডুঘর, মুরাদনগর, কুমিল্লা।
মন্তব্য