kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

ময়মনসিংহ বানানের বৈসাদৃশ্য দূর করুন

১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহ বাংলাদেশের একটি পুরনো জেলা। জেলাটি প্রতিষ্ঠিত হয় ১ মে ১৭৮৭ সালে। শিল্প-সাহিত্য এবং  ইতিহাস-ঐতিহ্যে এর রয়েছে বিপুল অবদান। ময়মনসিংহের পুরনো নাম ছিল নাসিরাবাদ। ইতিহাস থেকে জানা যায়, গৌড়েশ্বর সুলতান আলাউদ্দিন হুসেন শাহ্ কামরূপ দখল করে তাঁর ছেলে নাসিরউদ্দিন নসরত শাহকে ওই অঞ্চলের শাসনকর্তা নিযুক্ত করেন। তাঁর নামে নামকরণ করা হয় নাসিরাবাদ। পরে মোগল আমলে মোমেনশাহী এবং ব্রিটিশ আমলে ময়মনসিংহ নামে জেলাটি পরিচিত পায়। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত ময়মনসিংহ বানানের বাংলা-ইংরেজি বৈসাদৃশ্য দূর করা হয়নি। ইংরেজদের দেওয়া গুসবহংরহমযই রয়ে গেছে, যা বাংলা বানানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ময়মনসিংহ বানানের বাংলা-ইংরেজি বৈসাদৃশ্য দূর করার অনুরোধ জানাচ্ছি।

ইমরান হোসেন

ফুলবাড়িয়া, ময়মনসিংহ।

মন্তব্যসাতদিনের সেরা