kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

মাদকের বিক্রি ও সরবরাহ বন্ধ করুন

১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাদকের বিক্রি ও সরবরাহ বন্ধ করুন

দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ যুব সম্প্রদায়। জাতি গঠনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুব সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু মাদকের সহজলভ্যতার কারণে যুব সম্প্রদায় এমনভাবে আকৃষ্ট হচ্ছে, যা উদ্বেগের কারণ। যুব সম্প্রদায়কে মাদকের থাবা থেকে মুক্ত রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাদক একটি ঘাতকের নাম। এটি শুধু ব্যক্তিগত বদভ্যাস নয়, সামাজিক ব্যাধিও। মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের জন্যই নয়, পরিবার এমনকি দেশ ও জাতির জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। চলতি বছরে অসংখ্য মাদকাসক্ত ও মাদক কারবারিকে বিচারের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে আইন প্রণয়ন এবং সতর্কতা অবলম্বন পরিলক্ষিত হলেও ধূমপানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই। ধূমপান মাদকের মতো জীবননাশক নয়, তবে মাদকের সূচনা এখান থেকেই হয়। মাদক থেকে বিরত করতে পারে পরিবার, সমাজ, পাড়া-মহল্লা এবং সরকারি পদক্ষেপ। মাদকের প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে।

ফয়সাল মাহমুদ আল-মারজান

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

মন্তব্য