kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

আমানতের ওপর উৎস কর কমান

২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআমানতের ওপর উৎস কর কমান

ব্যাংক আমানত দেশের এক বিশাল পুঁজিবাজার। এই আমানতের মুনাফা প্রাপ্তির মাধ্যমে অজস্র লোক তাদের ঝামেলাবিহীন জীবিকা নির্বাহ করে। এতে দেশে শান্তিপূর্ণ ব্যাষ্টিক অর্থনীতি গঠিত হয়। কিন্তু ইদানীং ব্যাংক আমানত, সঞ্চয়পত্র—এগুলোর ওপর দফায় দফায় উৎস কর বৃদ্ধি গ্রাহকদের প্রাপ্ত মুনাফাকে একেবারে সীমিত করে ফেলেছে, এর ওপর যুক্ত হয়েছে এই মুনাফার ওপর বার্ষিক ট্যাক্স রিটার্নের মতো বিশাল খরচ ও হয়রানি এবং খরচের বোঝা। ফলে এসব গ্রাহকের স্বাচ্ছন্দ্যময় অর্থনৈতিক জীবনে নেমে এসেছে হতাশার অন্ধকার, যা বিশাল জনগোষ্ঠীর জীবনকে কষ্টে নিপতিত করবে। যার দরুন গ্রাহকরা ব্যাংকে রক্ষিত অর্থ অন্যত্র সরানোর চিন্তা করবে, ফলে ব্যাংকের তারল্য সংকট দেখা দেবে। এতে সামাজিক বিশৃঙ্খলা দেখা দেবে। তাই সার্বিক দিক বিবেচনা করে ব্যাংক আমানতের ওপর উৎস কর কমিয়ে সহনীয় করা হোক ও উৎস কর কর্তনের পর ট্যাক্স রিটার্নের জারি করা আইন বাতিল করে ব্যাংক গ্রাহক ও শান্তিপূর্ণ লোকদের পরিত্রাণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

হাসান শরীফ

আম্বরখানা, সিলেট।

মন্তব্যসাতদিনের সেরা