kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

উপবৃত্তি বাড়ান

২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রতিষ্ঠার ৪১ বছর পেরিয়ে গেলেও ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকার পরিমাণ বাড়েনি। এখনো প্রতি মাসে মাত্র ১২০ টাকা বৃত্তি দেওয়া হয় শিক্ষার্থীদের। যেখানে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েক গুণ, সেখানে বৃত্তির টাকার পরিমাণ এতটুকু বাড়েনি। আবার যে টাকাটা দেওয়া হয় সেটাও অনেক দেরিতে। এ বছরের দ্বিতীয় বর্ষের ফলাফলের ওপর ভিত্তি করে তৃতীয় বর্ষের বৃত্তি দেওয়া হয়েছে কিছুদিন আগে। অথচ আমার দ্বিতীয় বর্ষের পড়াশোনা শেষ হয়েছে ২০১৬ সালে। বোঝাই যাচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কতটা নির্বিকার। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মাসে ৫০০ টাকা দেওয়া হয় উপবৃত্তি হিসেবে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন না হলে পড়ালেখায় হতাশ হওয়াটাই স্বাভাবিক। মেধার যথাযথ মূল্যায়নই মেধাবীকে আরো ভালো কিছু করতে অনুপ্রাণিত করে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাই।

মো. বিল্লাল হোসেন

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

মন্তব্যসাতদিনের সেরা