kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

শিশুর পিঠে বোঝা

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা সরকারি ও বেসরকারিভাবে চলে আসছে দীর্ঘদিন ধরে। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে যথেষ্ট চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক স্তরে কোনো শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে, শিক্ষা গ্রহণে তারা উৎসাহ হারিয়ে না ফেলে, অর্থাভাবে বিদ্যালয়ে আসা বন্ধ না হয়, সে লক্ষ্যে সরকার নানা উদ্যোগ নিয়েছে। স্কুল এমপিওভুক্ত করা হচ্ছে। কিন্তু এসব কিছুর পরও যুগোপযোগী ও সময়োপযোগী পদক্ষেপ না নেওয়ায় বর্তমানে শিক্ষাব্যবস্থা খুব নাজুক। শিশুদের পরীক্ষাভীতি ও পড়ার প্রতি অনীহা সৃষ্টি হচ্ছে। শিশুর বয়স অনুপাতে বইয়ের ভার অনেক বেশি। শিশুদের ওজনের ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন করলে শরীরে সমস্যা হয় এবং এটা সারা জীবন থাকে। প্রযুক্তির অত্যধিক ব্যবহার, খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল পরিবর্তনের কারণে শিশুদের চোখের সমস্যা দিন দিন বাড়ছে। শিশুদের জন্য উপযুক্ত, সুন্দর ও সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য স্কুলের শিক্ষক, পরিবারের সদস্য, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

মোহাম্মদ আবু জাসেদ, ঢাকা।

 

মন্তব্যসাতদিনের সেরা