kalerkantho

বৃহস্পতিবার । ১৪ ফাল্গুন ১৪২৬ । ২৭ ফেব্রুয়ারি ২০২০। ২ রজব জমাদিউস সানি ১৪৪১

খেলার মাঠ চাই

১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিশু-কিশোরদের বিনোদনের জন্য, এমনকি মানবিক বিকাশের জন্য অপরিহার্য খেলার মাঠ। অথচ চট্টগ্রাম নগরীতে খেলার মাঠ নেই বললেই চলে। অভিভাবকরা শিশুদের জন্য বিনোদনের সঠিক মাধ্যম খুঁজে পাচ্ছেন না বা জায়গা থাকলেও প্রয়োজনের তুলনায় কম। এতে শিশুর বেড়ে ওঠা যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তাদের মনোজগৎও পাল্টে যাচ্ছে। বাধ্য হয়ে অভিভাবকরা শিশুদের হাতে তুলে দিচ্ছেন মোবাইল ফোন ও ট্যাবের মতো ইলেকট্রনিক ডিভাইস। এসব ডিভাইসে আসক্ত হয়ে শিশুর শারীরিক ও মানসিক ক্ষতিও হচ্ছে। নগরীতে যে কয়টি বিনোদন পার্ক আছে, সেগুলোর অবস্থা নাজুক। কোনো সচেতন অভিভাবক তাঁর কোমলমতি বাচ্চাটিকে নিয়ে সেখানে যাওয়ার আগ্রহ বোধ করেন না। পার্কে দিনে-দুপুরে মাদকসেবীদের আনাগোনা। পার্ক ছিনতাইকারীদের অভয়ারণ্য। এসব বিষয়ে প্রশাসনের নজর দেওয়া উচিত।

সিরাজুল মুস্তফা, চট্টগ্রাম।

মন্তব্যসাতদিনের সেরা