kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাই

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা, মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী, রংপুরের কৃতী সন্তান ড. ওয়াজেদ মিয়ার নামে রংপুরে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাই। বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব একটি সরকার। দেশে সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে। কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা সেই হারে বাড়ছে না। বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে, আগামী প্রজন্মকে প্রযুক্তিজ্ঞানসম্পন্ন করে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। বাংলাদেশের  বেশির ভাগ বিভাগীয় শহরে প্রযুক্তি কিংবা প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে। রংপুরে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন বৃহত্তর রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি। এর নাম দেওয়া যেতে পারে ‘ওয়াজেদ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। বাংলাদেশে প্রথম কোনো বিশিষ্ট ব্যক্তির নামে এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে পারে। রংপুরে ড. ওয়াজেদ মিয়ার নামে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

মো. রফিকুল ইসলাম রফিক

খানাটারী, গঙ্গাচড়া, রংপুর।

মন্তব্যসাতদিনের সেরা