kalerkantho

রবিবার । ১০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৪  মে ২০২০। ৩০ রমজান ১৪৪১

বিদ্যুতের অপচয় বন্ধ করুন

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে এখনো স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠেনি। ফলে প্রায় প্রতিদিনই বিদ্যুিবভ্রাটের কারণে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। আমরা সচেতন হলে বিদ্যুিবভ্রাট কিছুটা কমানো সম্ভব হবে। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই যেন আমরা বিদ্যুতের ব্যবহার করি। আমরা সচেতন হলে সাশ্রয় হওয়া বিদ্যুৎ কোনো বড় কাজে ব্যবহৃত হতে পারে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দক্ষ মানবসম্পদ গড়ে তোলার অন্যতম স্থান। কিন্তু এক হিসাবে বিদ্যুতের অপচয় তাদের মাধ্যমেই সর্বোচ্চ মাত্রায় হয়ে থাকে। প্রয়োজন ছাড়া ফ্যান, লাইট চালিয়ে রাখা, এমনকি বৈদ্যুতিক সরঞ্জাম চালিয়ে রেখে রুম বন্ধ করে বাইরে চলে যাওয়া এবং হিটারের ব্যবহার রয়েছে। শীতের সময় রুম গরম রাখার জন্য বেশির ভাগ হলের রুমে সারা রাত হিটার জ্বালিয়ে রাখতে দেখা যায়। এ ছাড়া ডিপার্টমেন্ট ও প্রশাসনিক ভবনে প্রয়োজন ছাড়া এসি ও ফ্যান চালিয়ে রাখা হয়। আমাদের সচেতনতায় প্রতিদিন অনেক বিদ্যুতের সাশ্রয় হতে পারে।

সাব্বির মাহমুদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

মন্তব্যসাতদিনের সেরা