kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

গতিরোধক চাই

১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপটিয়া ইন্দ্রপোল থেকে গিরি চৌধুরী বাজার পর্যন্ত বাইপাস সড়কটি নির্মাণের ফলে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার যাতায়াতে অনেক সুবিধা হয়েছে। কোনো রকম জ্যাম ছাড়া সবাই যাতায়াত করতে পারছে। সরকারকে দক্ষিণ চট্টগ্রামের নিয়মিত বাসযাত্রী হিসেবে ধন্যবাদ জানাই। কিন্তু একটি বিষয় খেয়াল করেছি, যাত্রীবাহী বাস এবং ট্রাকগুলো যখন বাইপাস সড়কে ওঠে তখন তাদের গাড়ির গতি বাড়িয়ে দেয়। এর ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় এবং ইতিমধ্যে কয়েকটি দুর্ঘটনা ঘটেও গেছে। বেশ কয়েকটি গ্রামীণ গুরুত্বপূর্ণ সড়কের ওপর দিয়ে এই বাইপাস সড়কটি গেছে। এই অভ্যন্তরীণ সড়কগুলোর অন্যতম হচ্ছে পটিয়া-বৈলতলী সড়ক, পটিয়া-আনোয়ারা সড়ক। এই সড়কগুলোর ওপর দিয়ে প্রতিনিয়ত অনেক ছাত্রছাত্রী এবং কর্মজীবী মানুষ চলাচল করে। গ্রামীণ সড়ক এবং বাইপাস সড়কের ক্রসিং পয়েন্টে দুর্ঘটনার সংখ্যা বেশি। এ অবস্থায় বাইপাস সড়কে গতিরোধক নির্মাণ করা জরুরি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।

রূপম চক্রবর্ত্তী, পূর্ব নলুয়া, চট্টগ্রাম।

 

মন্তব্যসাতদিনের সেরা