kalerkantho

পরীক্ষার আগেই ভর্তি নয়

২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১ সেপ্টেম্বর থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করবে। ক্লাস শুরু হবে আগামী ১ অক্টোবর। অথচ এ সময়ে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তি পরীক্ষা চলমান থাকবে। অনেকে বাধ্য হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোয় ভর্তি হয়ে যাবে। একজন শিক্ষার্থী যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে, তখন সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের ভর্তি বাতিল করবে। এতে শিক্ষার্থীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এবং কলেজ কর্তৃপক্ষকে আসন ফাঁকা রেখে শিক্ষাবর্ষ শেষ করতে হবে। ফলে শিক্ষার্থী ও কলেজ উভয়েই ক্ষতিগ্রস্ত হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভর্তির কার্যক্রম শুরু করলে কলেজ ও শিক্ষার্থী উভয়েই লাভবান হবে। বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানাই।

শফিকুল ইসলাম

সাতক্ষীরা।

মন্তব্যসাতদিনের সেরা