kalerkantho

ঈদের ঘরমুখো মানুষ

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঈদের ঘরমুখো মানুষ

ঈদ পরিবারের সঙ্গে উদ্যাপন করার জন্য কর্মব্যস্ত মানুষেরা চলে যায় যার যার গ্রামের বাড়িতে। বাংলাদেশে সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ হলো রেলভ্রমণ। ঈদের মৌসুমে সড়কপথে ট্রাফিক জ্যামের কারণে ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থাকতে হয়। এ জন্য ভাঙা সড়কপথ ঈদের ছুটির আগেই মেরামতের ব্যবস্থা করতে হবে। যদি কোনো চালক ট্রাফিক আইন মেনে না চলে, তাহলে তার বিরুদ্ধে ট্রাফিক আইনের যা শাস্তির কথা বলা আছে, তার ব্যবস্থা করতে হবে। প্রতিটি রেলপথে বাড়তি ট্রেন সংযুক্ত করতে হবে, যাতে ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়িতে যেতে পারে। সব যাত্রীকে মনে রাখতে হবে, হকারদের কাছ থেকে কোনো জিনিস কিনে খাওয়া থেকে বিরত থাকতে হবে। আশা করছি এ বিষয়ে প্রশাসনও জরুরি ভূমিকা রাখবে।

মাহফুজুর রহমান খান

চিনিতোলা, মেলান্দহ, জামালপুর।


 

মন্তব্যসাতদিনের সেরা