kalerkantho

পশুর হাটের বর্জ্য

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকয়েক দিন পরই পবিত্র ঈদুল আজহা। সৃষ্টিকর্তার সান্নিধ্য, নৈকট্য অর্জন এবং আনুগত্য প্রকাশে পশু কোরবানি করা আবশ্যক বলে ঈদুল আজহার অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠে পশুর হাট। পশুর হাটকে কেন্দ্র করেই জমে ওঠে মুসলমানদের অন্যতম এই ধর্মীয় উৎসব। গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরে বড় বড় পশুর হাট বসে এই সময়ে। কিন্তু অপরিকল্পিত ব্যবস্থাপনা, যত্রতত্র পশু রাখা, খড়ের স্তূপ ও পশুর মলমূত্রসহ নানা রকম বর্জ্য পশু হাটের পরিবেশকে বিরক্তিকর করে তোলে, স্বাস্থ্যঝুঁকিও থাকে অনেক। এসব কারণে অনেককে পশুর হাট বর্জন করতেও দেখা যায়। এমন অস্বাস্থ্যকর পরিবেশ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চাই।

 

নাহিয়ান ফারুক

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

 

মন্তব্যসাতদিনের সেরা