kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

ঈদের টিকিট কালোবাজারে

২ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঈদের টিকিট কালোবাজারে

প্রতিবছরই দেখা যায়, ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য যানবাহনের টিকিট পাওয়া যায় না। সোনার হরিণ পাওয়ার মতো গাড়ির টিকিট পাওয়া কোনো অংশেই কম নয়। বিশেষ করে ঈদ এলেই চোখে পড়ে রেলস্টেশনে এবং বাস টার্মিনালে টিকিটের হাহাকার। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিটের জন্য মধ্যরাত থেকে অপেক্ষা করেও সকালে শূন্যহাতে ফিরে আসার ঘটনা নতুন নয়। সারা বছর ট্রেনের টিকিটের ৩৮ শতাংশই তো বিভিন্ন কোটায় সংরক্ষিত থাকে। আর বাকি ৬২ শতাংশ টিকিটের জন্য মধ্যরাত থেকে কাউন্টারে লেগে থাকে সাধারণ মানুষের লাইন। এ সুযোগে দৌরাত্ম্য বেড়ে যায় টিকিট কালোবাজারিদের। রেলের এক শ্রেণির অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশেই টিকিট কালোবাজারি হয়—এ কথা সবার জানা।

অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বলা হয়, সব টিকিট শেষ। অন্যদিকে বাস টার্মিনালগুলোতেও দেখা যায় একই অবস্থা। সেখানেও বলা হয়, সব টিকিট বিক্রি হয়ে গেছে। লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রেও কালোবাজারিদের দৌরাত্ম্য বাড়ছে ব্যাপক হারে। এতে জনসাধারণ পড়ছে চরম ভোগান্তিতে। তাদের ঈদ যাত্রা হয়ে উঠছে অনিশ্চিত। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে যেন সংশ্লিষ্ট কর্মকর্তারা কার্যকর উদ্যোগ গ্রহণ করেন, সেই আশা করি।

মো. ওসমান গনি শুভ

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

মন্তব্যসাতদিনের সেরা