kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

ঢাবিতে ডেঙ্গুর বংশবিস্তার

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়েও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। বঙ্গবন্ধু হলের পাশে একটি বড় ডোবা আছে, যা মশার বংশবিস্তারের উত্তম জায়গা। এডিস মশা বংশবিস্তার করে স্বচ্ছ পানিতে, ফুলের টবে, ডাবের খোসায়, জানালার পর্দায়, বিছানার নিচে, টেবিলের নিচে বা খোলা জায়গায় পরিষ্কার স্থির পানিতে। বঙ্গবন্ধু হলের ডোবার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল রয়েছে। বেশির ভাগ হলের শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর বংশবিস্তার রোধে ডোবা সংস্কার, ময়লা-আবর্জনা যথাযথভাবে পরিষ্কার করা, মশক নিধন কর্মসূচি গ্রহণ, হল প্রভোস্টের নেতৃত্বে হলের শিক্ষার্থীদের মাঝে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মশারি বিতরণ কার্যক্রম গ্রহণ করলে ঝুঁকি কমতে পারে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।

ওসমান গনি শুভ

ঢাকা বিশ্ববিদ্যালয়।

মন্তব্যসাতদিনের সেরা