kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

খোঁড়াখুঁড়ি ও জনভোগান্তি

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখোঁড়াখুঁড়ি ও জনভোগান্তি

রাজধানীর সড়কে খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগের বিষয়টি গণমাধ্যমে বারবার আসছে। সংবাদ প্রকাশিত হলে সাময়িক কিছু পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু দুর্ভোগ অবসানে স্থায়ী পদক্ষেপ নেওয়া হয় না। এসব সড়ক পেরিয়ে গন্তব্যে পৌঁছতে চালকের হিমশিম খেতে হয়। অনেক সময় গাড়ি বিকল হয়ে পড়ে, ঘটে দুর্ঘটনাও। এ ক্ষেত্রে মতিঝিল-পল্টন-প্রেস ক্লাব সড়কের কথা বিশেষভাবে বলা যায়। সড়কের বড় অংশজুড়েই মেট্রো রেলের কাজ চলায় গাড়ি চলাচলের পথ সংকীর্ণ হয়ে পড়েছে। বৃষ্টি হলে অবস্থা আরো নাজুক হয়; সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা ও যানজট। এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে খোঁড়াখুঁড়িতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। খোঁড়াখুঁড়িতে যেসব গর্ত সৃষ্টি হয়েছে, তা বন্ধ করা জরুরি। এ মুহূর্তে সিটি করপোরেশন ছাড়াও কয়েকটি সংস্থা উন্নয়নকাজ করছে। ওয়াসা অন্যতম। ওয়াসাও পানির পুরনো লাইন পরিবর্তনের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ করছে। এতেও ভোগান্তি বেড়েছে। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নেরও কাজ চলছে। রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে। সমন্বিত পদক্ষেপ ছাড়া রাজধানীর সড়কগুলো চলাচলের উপযোগী রাখা কঠিন। নগরবাসীর ভোগান্তি নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই।

শুভ্র ঘোষ

নতুন বাজার, কলকলিয়াপাড়া, মাগুরা।

মন্তব্যসাতদিনের সেরা