kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

নরসিংদীতে বিশ্ববিদ্যালয় চাই

১৩ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানী ঢাকার অদূরে অবস্থিত শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক নগরী নরসিংদী। এই জেলায় জন্ম নিয়েছেন ভাই গিরিশচন্দ্র সেন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কবি শামসুর রাহমান, অতুল প্রসাদ সেন, ড. আলাউদ্দিন আল আজাদসহ অনেক কৃতী সন্তান। নরসিংদীতে অনেক সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি কলেজ থাকার পরও এই জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভাব আমাদের পিছিয়ে দিয়েছে। দেশের নানা জায়গা থেকে ছেলে-মেয়েরা নরসিংদীতে নামকরা স্কুল-কলেজগুলোতে অধ্যয়ন করতে এলেও বিশ্ববিদ্যালয় না থাকার কারণে তাদের অন্যদিকে যেতে হয়। আর্থিক দুরবস্থা ও পারিবারিক প্রতিকূলতার পরিস্থিতির কারণে অকালেই ঝরে যাচ্ছে অনেক মেধাবী। যদি নরসিংদীতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়, তাহলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নতুন নতুন আবিষ্কারে অবদান রাখতে পারে। এখানের শিক্ষার্থীরা এর ফলে কৃষি, বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি—সব কিছুতেই এগিয়ে যাবে। তাই নরসিংদীতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।

খায়রুল বাশার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

মন্তব্যসাতদিনের সেরা