kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

দুর্নীতির বিরুদ্ধে অভিযান

২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুর্নীতির বিরুদ্ধে অভিযান

কয়েক দিন আগে ধসে পড়েছে কুষ্টিয়া মেডিক্যালের নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ। এ খবর শুধু আর্থিক ক্ষতির নয়, আতঙ্কিত হওয়ারও। সহজেই অনুমান করা যায়, কী পরিমাণ অনিয়ম ও গাফিলতি ঘটলে এমন কাণ্ড ঘটে, ভেবে আমাদের শিউরে উঠতে হয়। কর্তৃপক্ষ এবং কাজের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানের চোখ ফাঁকি দিয়ে এমন নাজুক পরিস্থিতি কিভাবে হলো? এর আগে চট্টগ্রামে উড়াল সেতু চালু হওয়ার আগেই ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছিল। আমাদের দাবি, আর বিলম্ব নয়, যিনি বা যারা টেন্ডারের মাধ্যমে এ কাজ পেয়েছিল এবং যারা কাজ দেখে সন্তুষ্ট হয়েছিল, তাদের কাছ থেকে দ্রুত অর্থ আদায় করা হোক। টেন্ডারে যে প্রতিষ্ঠানটি কাজ পেয়েছিল, তাদের কালো তালিকাভুক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। দ্রুত এ ব্যবস্থা নেওয়া হলে আমরা মনে করব, দেশে দুর্নীতির বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগ সোচ্চার হয়েছে। সমাজ বদলাতে শুরু করেছে। নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, নতুন সরকারের হাত ধরে।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা।

মন্তব্যসাতদিনের সেরা