kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

মারণব্যাধি হেপাটাইটিস বি

৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহেপাটাইটিস বি অন্যতম ঘাতক এবং সংক্রামক ব্যাধি। এ রোগ হেপাটাইটিস বি নামে এক ধরনের ভাইরাসের মাধ্যমে ছড়িয়ে থাকে। এটি এমন ভয়ংকর যে প্রথমে তা লিভারকে আক্রমণ করে। পরে লিভারের প্রদাহ ঘটায় এবং লিভার ক্যান্সার সৃষ্টি করে। সারা বিশ্বে ২০০ কোটিরও বেশি মানুষ এতে আক্রান্ত। ভাবনার বিষয় এই যে আক্রান্ত ব্যক্তিদের অসুস্থ না-ও দেখাতে পারে। শিশু-কিশোর, এমনকি সব বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে। স্কুলের ছেলে-মেয়েদের হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে সচেতন হতে হবে। নানাভাবে এর সংক্রমণ হতে পারে। আক্রান্ত ব্যক্তির প্রাথমিক স্তরে ক্ষুধামান্দ্য, ক্লান্তি অনুভব, অল্পমাত্রায় জ্বর, শরীরে কাঁপুনি ইত্যাদি লক্ষণ দেখা দেয়। পরে জন্ডিস, ত্বক ও অস্থিসন্ধিতে ব্যথা, চোখে হলুদ বর্ণ, ফ্যাকাসে বর্ণের পায়খানা, হলুদ প্রস্রাব হয়। এ রোগের চিকিৎসার জন্য কার্যকর ওষুধ না থাকলেও কিছু রোগীর ক্ষেত্রে ইন্টার ফেরন ওষুধটি ব্যবহার করা হয়।  এ ক্ষেত্রে সাফল্যের হার ১০ থেকে ২০ শতাংশ। হেপাটাইটিস বি টিকা ‘এনজারিক্স’ প্রয়োগের মাধ্যমে কিছুটা হলেও তা প্রতিরোধ করা সম্ভব।  মাংসপেশিতে তিনটি মাত্রায় এই টিকা দেওয়া হয়। প্রথম মাত্রা যেকোনো দিন, দ্বিতীয় মাত্রা প্রথম মাত্রার এক মাস পর। তৃতীয় মাত্রা ছয় মাস পর। এভাবে হেপাটাইটিস বি প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর প্রয়োজন।

মো. ওসমান গণি শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

মন্তব্যসাতদিনের সেরা