kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

বই উৎসব হোক সব শিশুর

২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবই উৎসব হোক সব শিশুর

জানুয়ারির প্রথম দিনে বই উৎসব হয়। এই দিনে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। কিন্তু জীবিকার তাগিদে যেসব শিশু শ্রমিক হয়ে কাজ করছে কিংবা ছিন্নমূলের তকমা লাগিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তাদের কি আমরা এ হিসাবে রেখেছি? একজন শ্রমিক তাঁর সন্তান নিয়ে ভাবেন; কিন্তু পথশিশু নিয়ে কেউ ভাবে না। প্রতিটি শিশুর জন্মগত মৌলিক অধিকার শিক্ষা। আর এই শিক্ষাই যদি তাকে দিতে না পারি, তাহলে আমরা কতটা সফল, তা কি নির্ণয় করতে পারব? অপরাধের কালো দুনিয়ায় যে যুবকদের আনাগোনা, তাদের বেশির ভাগ এই ছিন্নমূল বা পথশিশুদেরই অংশ। তাই রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে ছিন্নমূল পথশিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করার। একটি পথশিশুও যেন শিক্ষার বাইরে না থাকে। বই উৎসব সফল করতে হলে শতভাগ শিশুকে বই দিতে হবে। তাই সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান, ছিন্নমূল পথশিশুদের মূলধারায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করুন। বই উৎসবে তাদের হাতে বই তুলে দিন।

সাব্বির হোসেন, শ্রীপুর, গাজীপুর।

মন্তব্যসাতদিনের সেরা