<p style="margin-bottom:13px"><span><span style="line-height:115%"><span><span>মৌলভীবাজার জেলার বড়লেখা ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত দিয়ে ৭১ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্তের চা-বাগানের ভেতর  দিয়ে ৪৮ এবং শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরা সীমান্ত এলাকা থেকে ২৩ জনকে ঠেলে পাঠানো হয়। </span></span></span></span></p> <p style="margin-bottom:13px"><span><span style="line-height:115%"><span><span>বিজিবির ৫২ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক চৌধুরী বলেন, ভোর সাড়ে ৫টার দিকে বড়লেখার পাল্লাথল বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় পাহাড়ি অঞ্চলে কিছু লোকজনকে ঘোরাঘুরি করতে দেখে। পরে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১৮ শিশু, ১৫ নারী ও ১৫ জন পুরুষ।</span></span></span></span></p> <p style="margin-bottom:13px"><span><span style="line-height:115%"><span><span>আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করেন। পরবর্তী সময়ে তাঁদের ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ ইন করানো হয়। </span></span></span></span></p> <p style="margin-bottom:13px"><span><span style="line-height:115%"><span><span>অন্যদিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে ৯টি শিশু, ৯ জন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। </span></span></span></span></p> <p style="margin-bottom:13px"><span><span style="line-height:115%"><span><span>বিজিবির একটি সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকা দিয়ে এই ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে বিজিবি বিষয়টি জানতে পেরে তাঁদের আটক করে কাকমারা সীমান্ত এলাকায় তাদের বিওপিতে নিয়ে রাখে। </span></span></span></span></p> <p style="margin-bottom:13px"><span><span style="line-height:115%"><span><span>এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, </span><span>‘</span><span>ভোরবেলা বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয়নি। আমাদের কাছে হস্তাস্তর করলে নাম-ঠিকানা জানা যাবে।</span><span>’</span> </span></span></span></p> <p style="margin-bottom:13px"><span><span style="line-height:115%"><span><span>প্রসঙ্গত, মৌলভীবাজার জেলায় পুশ ইনের ঘটনায় ৪৭৫ জন বিজিবি ও পুলিশের হাতে আটক হয়েছেন। এর মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ৩৪১ জন, জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া উপজেলা দিয়ে ২১ জন, শ্রীমঙ্গল উপজেলা দিয়ে ৪২ জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জন।</span></span></span></span></p>