<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্রুত নির্বাচনের দাবিতে তৎপর বিএনপির সমালোচনা করে কবি, দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, দলটির কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। তারা নিশ্চিতভাবে বঙ্গোপসাগরে ডুববে। বিএনপি বুদ্ধিবৃত্তিক অবদানকে স্বীকার করেনি। সাংস্কৃতিক জগতে দলটির কোনো কাজ নেই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার যশোর শিল্পকলা একাডেমিতে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তরুণদের করণীয়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক আলোচনাসভায় মুখ্য আলোচক ফরহাদ মজহার এসব কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, খালেদা জিয়ার আপসহীন মনোভাব গণ-অভ্যুত্থানকারীদের শক্তি জুগিয়েছে। সেই কারণে বিজয়ী হওয়ার পরপরই তারা খালেদা জিয়াকে মুক্ত করেছে। তারেক রহমানসহ বিএনপি-জামায়াতের বহু নেতাকর্মীর নামে থাকা মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে। গণ-অভ্যুত্থান সফল না হলে এটা হতো না। ফরহাদ মজহার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অবশ্যই তত্ত্বগত জ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। কেবল গায়ের জোরেই সব কিছু করা সম্ভব নয়। যদি তাই হতো তাহলে শেখ হাসিনা এখনো ক্ষমতায় থাকতেন। ফ্যাসিস্ট শক্তিকে উত্খাত করতে বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক সাংস্কৃতিক শক্তির অনেক ক্ষতি স্বীকার করে আমাদের এই জায়গায় আসতে হয়েছে। চিন্তার কারণেই সমাজে সচেতনতা তৈরি হয়েছে। আমাদের তরুণরা জ্ঞানগত চিন্তার অভাবে, শিক্ষার অভাবে একটার পর একটা ভুল করে যাচ্ছে। এভাবে ভুল করতে থাকলে সামনে ভয়ানক বিপদের মুখে পড়বে তারা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আছিয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ফরহাদ মজহার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ধর্ষণ আমরা সমাজে চলতে দিতে পারি না। এই সামাজিক, অর্থনৈতিক সমস্যার বিপরীতে নারীদের নেতৃত্বে আসতে হবে। তারা যদি সামনে না থাকে তাহলে এই সমাজ পশ্চাৎপদ সমাজ হিসেবে চিহ্নিত হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চব্বিশে গণ-আন্দোলনে যে মেয়েরা তাদের ওড়না এবং শাড়ির আঁচল দিয়ে তাদের ভাইদের রক্ষা করেছিল, এখন সেই ওড়নার দিকে আঙুল তুলে কথা বলছে বদমায়েশরা। একটা জনগোষ্ঠী কতটুকু সভ্য হয়েছে, তার রিপু কতটুকু দমন করতে শিখেছে, তার রুহানি শক্তির কতটুকু বিকাশ হয়েছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটা বোঝা যায় নারীর প্রতি তার আচরণের দ্বারা। এগুলো আমরা শিখেছি নবী-রাসুলের কাছ থেকে। সে আমলে নারীরা মসজিদে নামাজ পড়তে যেত। তারা যুদ্ধ-বিগ্রহ করেছে। সব সামাজিক কাজে অংশ নিয়েছে। তরুণ নেতৃত্বের কাছে আমার আহবান, যেকোনো উপায়ে আপনারা মেয়েদের সামনে নিয়ে আসুন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের দেশের গরিব মেয়েরাই সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয়। মধ্যবিত্ত মেয়েরাও হয়। আমাদের মেয়েরা তো ঘরেই নিরাপদ না। আছিয়ার ওপরে প্রচণ্ড রকমের নিষ্ঠুরতা করা হয়েছে। তাকে ব্লেড দিয়ে কাটা হয়েছে। এসব অনাচারের বিরুদ্ধে দাঁড়াতে তরুণদের প্রথম কাজ হবে, মেয়েদের নেতৃত্বে নিয়ে আসা এবং সামাজিক ও সাংস্কৃতিক সমস্যাটার বিরুদ্ধে লড়াই করে যাওয়া।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আয়োজনে সংগঠনের আহবায়ক রাশেদ খানের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন লেখক, গবেষক বেনজীন খান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ, সাংবাদিক মো. রোমেল, মোছাম্মদ আঁখি খাতুন প্রমুখ।</span></span></span></span></p>