<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চট্টগ্রাম নগরে টার্ফে ক্রিকেট খেলার মাঠ উদ্বোধনকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় পুরাতন চান্দগাঁও থানা এলাকায় ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশে এই ঘটনা ঘটে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">একই দিন চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে বিএনপি এবং সহযোগী সংগঠনের বিবদমান দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়। এর মধ্যে সায়মন নামের এক কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশেই একটি টার্ফ কোর্ট আছে। সেখানে ক্রিকেট খেলার উদ্বোধনের কথা ছিল। এ নিয়ে স্থানীয় মোশাররফ হোসেন ও জাসেদুল রহমান নওশাদের সমর্থকদের মধ্যে মারামারি হয়। এতে বাবুসহ চার-পাঁচজন আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে জুবায়ের উদ্দীন বাবু মারা যান। ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ছাড়া আরেকজনের অবস্থা গুরুতর।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ওসি জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্থানীয় সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেন নগর যুবদলের যুগ্ম সম্পাদক এবং নওশাদ নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি। নিহত বাবু মোশাররফের অনুসারী বলে জানা গেছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ বিষয়ে জানার জন্য মোশাররফ ও নওশাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন ধরেননি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">হাজীগঞ্জে গতকাল সন্ধ্যা থেকে দফায় দফায় চলা সংঘর্ষ পুরো বাজারে ছড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রত্যক্ষদর্শীরা জানায়, মকিমাবাদ এলাকার সর্দারবাড়ির সালাহউদ্দিন ও আক্তার হোসেন এবং পাশের টোরাগড় এলাকার মিজানুর রহমান সেলিম</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এই দুই পক্ষ এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই দুই পক্ষই স্থানীয় বিএনপির শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হকের অনুসারী এবং যুবদলের নেতৃস্থানীয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সংঘর্ষের ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতাল, কুমিল্লা এবং চাঁদপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রাত পৌনে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কারো মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, রাত ১১টার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়। চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ঘটনাস্থল পরিদর্শনে যান। তাঁদের সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, সেনাবাহিনীর লে. কর্নেল মোয়াজ্জেম হোসেনও ঘটনাস্থলে যান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পুলিশ সুপার জানান, সংঘর্ষের ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।</span></span></span></span></span></p> <p> </p>