<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের পর্যটনশিল্পকে পর্যটকদের মধ্যে ছড়িয়ে দিতে আয়োজিত হয়েছে ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৪। এক ছাদের নিচে পর্যটনের সব ধরনের তথ্য, সুযোগ-সুবিধা নিয়ে অংশ নিচ্ছে বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান।  মেলায় পর্যটকরা হোটেল-মোটেল, রিসোর্ট ও বিমানভাড়ায় পাচ্ছেন নানা ছাড়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"><img alt="আইসিসিবিতে এক ছাদের নিচে পর্যটনের নানা আয়োজন" height="216" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/09.September/20-09-2024/9999999999.jpg" style="float:left" width="343" />গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কুড়িল এলাকার ৩০০ ফিট রোডে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) পর্যটন মেলার উদ্বোধন করা হয়েছে। তিন দিনের এই মেলা ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলার প্রতিপাদ্য </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">খুলবে পর্যটনের দুয়ার এশিয়ান ট্যুরিজম ফেয়ার</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">। মেলার উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ কে এম আফতাব হোসাইন প্রামাণিক।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মেলার বড় আকর্ষণ মূল্যছাড়</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষ থেকে ২০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। সারা দেশের ৫২টি হোটেল-মোটেলে এই সুবিধা পাওয়া যাবে। তবে মেলা থেকে ৫০ টাকার বিনিময় একটি কুপন সংগ্রহ করতে হবে। তাহলেই আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হোটেল-মোটেল ভাড়া বাবদ ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিমান বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা, অ্যাপ, ওয়েবসাইট বা দেশের যেকোনো বিক্রয়কেন্দ্র থেকে টিকিট ক্রয় করলে ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। তবে শর্ত রয়েছে, ভ্রমণ শুরু করতে হবে বাংলাদেশ থেকে। বিশ্বের সব রুটের জন্য এই ছাড় দেওয়া হবে না। টরন্টো, ম্যানচেস্টার, সিঙ্গাপুর, ব্যাঙ্কক, চেন্নাই, নারিতা, গুয়াংজু, কাঠমাণ্ডু, কলকাতা ও দিল্লি রুটে ছাড় দেওয়া হবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডেপুটি ম্যানেজার কমার্শিয়াল মো. মোশাররেফ হোসেন কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কেউ মেলায় না এসেও এই ছাড় পাবেন। আমাদের ওয়েবসাইটে একটি কোড দেওয়া আছে। টিকিট কেনার সময় সেটা ব্যবহার করতে হবে। টিকিট কিনতে হবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ রকম দেশি-বিদেশি কম্পানি, প্রতিষ্ঠানও টিকিট, হোটেল-মোটেল ভাড়ায় ছাড় দিচ্ছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এবারের মেলায় বাংলাদেশসহ মালদ্বীপ, চায়না, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভুটান, সিঙ্গাপুরের প্রায় শতাধিক পর্যটন সংস্থা অংশ নিচ্ছে। মেলায় রয়েছে আসন্ন পর্যটন মৌসুমে দেশ-বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড়ের ব্যবস্থা। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হোটেল-মোটেল, রিসোর্ট, ক্রুজলাইনস, এয়ারলাইনস, টার অপারেটর, থিমপার্কসহ বিনোদনের আরো অনেক প্রতিষ্ঠান। মেলায় বৈচিত্র্যময় আয়োজনে থাকছে পর্যটনবিষয়ক সেমিনার, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজনেস টু বিজনেস (বিটুবি) মিটিং। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকবে চায়না, ফিলিপাইন ও বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার মাধ্যমে পর্যটনশিল্পের একটি পূর্ণাঙ্গ চিত্র দর্শনার্থীদের মধ্যে তুলে ধরা হবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পর্যটন বিচিত্রার আয়োজনে মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইনস, প্রাইম পার্টনার কান্ট্রি মালদ্বীপ, হোস্ট কান্ট্রি বাংলাদেশ, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ব্যাংক পার্টনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, রিসোর্ট পার্টনার ছুটি গ্রুপ, ট্রান্সপোর্ট পার্টনার কনভয় সার্ভিস, কানেকটিভিটি পার্টনার এডিএন টেলিকম ও ক্রুজ পার্টনার ঢাকা ডিনার ক্রুজ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">উদ্বোধনী অনুষ্ঠানে এ কে এম আফতাব হোসাইন প্রামাণিক বলেন, এই মেলা এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় পর্যটক মেলা। পর্যটন ক্ষেত্রের উন্নয়নে একটি দেশের রাজনৈতিক, কালচারাল ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজন। এই শিল্পের বিকাশের মাধ্যমে যেকোনো দেশের টেকসই উন্নয়ন করা সম্ভব। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে মালদ্বীপের দূতাবাসের হাইকমিশনার শিউনীন রাশেদ বলেন, এবারের মেলায় মালদ্বীপের অনেক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এই মেলার মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের মধ্যে এক নতুন সম্পর্ক গড়ে উঠবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল অসান জুনিয়র বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমাদের দেশের ঐতিহাসিক স্থানগুলোতে বাংলাদেশের নাগরিকদের ভ্রমণের আমন্ত্রণ জানাই।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পর্যটনশিল্প বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত। এর মাধ্যমে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা যেমন হয়, একইভাবে আমাদের সমৃদ্ধ সংস্কৃতি পুরো বিশ্বের সামনে তুলে ধরা হয়। আমাদের ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত। আমরা এমন পরিবেশ তৈরির চেষ্টা করছি, যাতে সব পর্যটক ভ্রমণের সময় নিজেদের নিরাপদ মনে করেন। কোনো পর্যটক সমস্যায় পড়লে আমাদের সঙ্গে সহজে যাতে যোগাযোগ করতে পারেন। এ জন্য আমাদের হটলাইন নম্বর রয়েছে। যেখানে ২৪ ঘণ্টা সেবা দেওয়া হয়।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং, বাংলাদেশের বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভিনা, শ্রীলঙ্কার হাইকমিশনের কাউন্সেলর (বাণিজ্যিক) শ্রী-মালী জয়রথনে, এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল প্রমুখ।</span></span></span></span></span></p> <p> </p>