<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে আরো ১০০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে গ্যাসের মজুদ নিয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের উপদেষ্টা এসব কথা বলেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি বলেন, এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প নেওয়া হবে না। এসব ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নেওয়া হবে। কোনো অনিয়ম করতে দেওয়া হবে না। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জ্বালানি উপদেষ্টা বলেন, আমদানি করা বিদ্যুৎ বিলসহ বিভিন্ন বিল পরিশোধের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার সহায়তা চাওয়া হচ্ছে। বিশ্ব ব্যাংকের কাছেও এক বিলিয়ন ডলার সহায়তা চাওয়া হবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রেন্টাল পাওয়ার প্ল্যান্ট প্রসঙ্গে তিনি বলেন, চুক্তি বলবৎ থাকায় রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নয়। চাইলেই চুক্তি বাতিল করা যায় না। বিশেষজ্ঞ কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ডলারসংকটের কারণে দেশে গ্যাস-বিদ্যুতের সংকট হবে না। লোডশেডিং মোটামুটি কাটিয়ে ওঠা গেছে। সামনে আরো কমবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জ্বালানি উপদেষ্টা বলেন, এস আলম, সামিট ও গ্যাজপ্রমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সেটা নিয়ে গঠিত নতুন কমিটি তদন্ত করবে। শ্বেতপত্র কমিটিও এটা নিয়ে কাজ করছে। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে চুক্তি পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে দুর্নীতির তদন্ত হবে। তিনি আরো বলেন, ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রে দুই টিসিএফ গ্যাস রয়েছে, আর ২.৬ টিসিএফ গ্যাস রিসোর্স আছে, যেটা পাওয়া সম্ভব। তবে গণমাধ্যমে এসেছে, ভোলা গ্যাস ক্ষেত্রে পাঁচ টিসিএফ গ্যাস রিজার্ভ রয়েছে, যা সঠিক নয়।</span></span></span></span></span></p> <p> </p>