<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠজন এবং আওয়ামী লীগ সরকারের আমলের সুবিধাভোগী প্রকৌশলী মো. সেলিম ভূঁইয়া ১১ বছর ধরে প্রতাপের সঙ্গে রুরাল পাওয়ার কম্পানি অব বাংলাদেশের (আরপিসিএল) বিভিন্ন পদে চাকরি করে আসছেন। বেশ কয়েক বছর ধরে আরপিসিএলের নির্বাহী পরিচালকের (প্রকৌশল) দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে তিনি সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালকের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বও পালন করছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র জানায়, আরপিসিএলের বেশির ভাগ দরপত্রে সেলিম ভূঁইয়া কনভেনর হিসেবে ছিলেন। নসরুল হামিদের সহযোগী হিসেবে নিজেদের পছন্দের কম্পানিকে কাজ পাইয়ে দিতে অনিয়ম-দুর্নীতি করে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পরই সেলিম ভূঁইয়া খোলস পাল্টে রাতারাতি বনে গেছেন বিএনপি। বিএনপির নাম ভাঙিয়ে আগের পদগুলোতে এখনো তিনি বহাল তবিয়তে আছেন। বর্তমানে তিনি আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এবং নির্বাহী পরিচালক (প্রকৌশল) ছাড়াও বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কম্পানি লিমিটেডের (বিপিইএমসি) সিইওর দায়িত্ব পালন করছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগ রয়েছে, ময়মনসিংহ ৩৬০ মেগাওয়াট ডুয়াল ফুয়েল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পটি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর পছন্দের কম্পানিকে পাইয়ে দেন সেলিম ভূঁইয়া। এই প্রকল্পে পরিচিত কম্পানিকে সাবকন্ট্রাক্টর নিয়োগ দিতে কন্ট্রাক্টরকে বাধ্য করেন। জামালপুর ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রের পুনর্বাসন (বাঁধ নির্মাণ, ভূমি উন্নয়ন ও বাড়ি নির্মাণ ইত্যাদি) কাজ এবং ওই প্রকল্পের ১৩২ কেভি ট্রান্সমিশন লাইন নির্মাণকাজও নিজেদের পছন্দের কম্পানিকে পাইয়ে দেন তিনি। এ ছাড়া আরপিসিএলের বিভিন্ন প্রকল্পে কনসালট্যান্ট নিয়োগ এবং পছন্দের কম্পানিকে কাজ পাইয়ে দিয়েছেন তিনি। নসরুল হামিদের ঘনিষ্ঠ সহযোগী হওয়ায় আরপিসিএলের সব টেন্ডার সেলিম ভূঁইয়া নিয়ন্ত্রণ করতেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও নির্বাহী পরিচালক (প্রকৌশল) সেলিম ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব অভিযোগ কোনোটাই সত্য নয়, সব মিথ্যা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যদিও আরপিসিএলের ঊর্ধ্বতন দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রকৌশলী সেলিম ভূঁইয়া সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের ঘনিষ্ঠ হওয়ায় নানা সময় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রভাব খাটিয়ে বিভিন্ন কাজ তাঁর পছন্দের কম্পানিকে পাইয়ে দিয়েছেন। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সেলিম ভূঁইয়া বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পরই খোলস পাল্টে দ্রুত তিনি বিএনপিপন্থী কর্মকর্তা হয়ে উঠেছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আরপিসিএলের জয়েন্ট ভেঞ্চার মিটার কম্পানি বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কম্পানি লিমিটেডের (বিপিইএমসি) পেছনে রয়েছেন নসরুল হামিদের খালাতো শ্যালক। সেলিম ভূঁইয়া বিপিইএমসির মিটারের যন্ত্রাংশ বেশি দামে কিনে কমিশন ভাগাভাগি করতেন। নসরুল হামিদের আশীর্বাদপুষ্ট হয়ে ডিপিএম পদ্ধতিতে বিভিন্ন বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান বিপিডিবি, আরইবি, ডেসকো, নেসকো, ওজোপাডিকোতে অধিক মূল্যে শত শত কোটি টাকার মিটার সরবরাহ করেন। আরপিসিএল ও বিপিইএমসিতে নানা দুর্নীতির মাধ্যমে সেলিম ভূঁইয়া কোটি কোটি টাকা হাতিয়ে নেন। সঠিকভাবে তদন্ত করা হলে তাঁর আরো অনেক দুর্নীতি ও অনিয়ম বেরিয়ে আসবে।</span></span></span></span></p>