<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক শাসন, মানবাধিকারের প্রতি সম্মান এবং আইনের শাসনের নীতিকে এগিয়ে নিতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছে কানাডা। উন্নয়ন সহযোগী দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি গত শুক্রবার বাংলাদেশ প্রসঙ্গে এক বিবৃতিতে এ আহবান জানান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেলানি জোলি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে চলমান সংকটের সমাধানে শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে যাওয়াকে কানাডা সমর্থন করে। এ প্রসঙ্গে আমরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে স্বাগত জানাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত করার জন্য শান্তি পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ এটি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবর্তনের এই সময়কালে কানাডা এমন একটি প্রক্রিয়াকে সমর্থন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে চায়, যে প্রক্রিয়ায় যুব, মহিলা এবং ধর্মীয় ও অন্যান্য সংখ্যালঘুসহ সমাজের সব ক্ষেত্রের ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণ থাকবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেলানি জোলি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কানাডা সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহবান পুনর্ব্যক্ত করছে এবং গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক শাসন, মানবাধিকারের প্রতি সম্মান এবং আইনের শাসনের নীতিকে এগিয়ে নিতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহবান জানায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কানাডার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কানাডা অন্তর্বর্তীকালীন সরকারকে মত প্রকাশের স্বাধীনতার চর্চাকে সমর্থন করার জন্য ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগের উপায়ে পূর্ণ সুযোগ দেওয়ার এবং মৃত্যু ও সহিংসতার সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহির আহবান জানায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>