<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কারফিউ ভঙ্গ করে গত শনিবার বিভিন্ন সরকারি অফিস, স্থাপনা এবং যানবাহনে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয় গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী ও বোর্ডবাজার আঞ্চলিক কার্যালয় এবং জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়। পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিনভর চলা দফায় দফায় হামলায় রণক্ষেত্রে পরিণত হয় গাজীপুর। এসব ঘটনায় চারজন নিহত এবং ৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ১০টার পর কয়েকটি গ্রুপে ভাগ হয়ে গাজীপুরা, কলেজগেট, চান্দনা চৌরাস্তা ও বোর্ডবাজার বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় দুর্বৃত্তরা। তারা সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুরনো টায়ার জ্বালিয়ে অবরোধ করে। টঙ্গীর কলেজগেট এলাকায় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানীর (ডেসকো) কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে তারা। এতে পুরো এলাকা বিদ্যুত্হীন হয়ে পড়ে। পরে টঙ্গী পশ্চিম থানা ও গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের সামনে থাকা সচল-অচল মিলিয়ে ১৮টি যানবাহন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">একইভাবে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় বোর্ডবাজারে গাজীপুর সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে। গাছা থানায় হামলার চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। পুড়িয়ে দেওয়া হয় বোর্ডবাজার ও চান্দনা চৌরাস্তার পুলিশ বক্স। সিটির ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গনি কাজলের অফিস ভাঙচুর করে আসবাব মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দুর্বৃত্তরা বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে হামলার চেষ্টা চালায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে। এক পর্যায়ে তারা চান্দনা চৌরাস্তায় গাজীপুর সড়ক ও জনপথ বিভাগ কার্যালয়ে ভাঙচুর চালায় এবং ভেতরে থাকা সাতটি যানবাহনে অগ্নিসংযোগ করে। তারা বাস র‌্যাপিট ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় নির্মিত কলেজগেট, এরশাদ নগর, তারগাছ, গাজীপুরা, বোর্ডবাজার ও জাতীয় বিশ্ববিদ্যালয় স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এসব ঘটনায় গাজীপুর মহানগর পুলিশ ২৫টি মামলা করেছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।</span></span></span></span></span></p>