ঐতিহ্য
সন্ধ্যার বুকে ভাসমান হাট
বরিশালের বানারীপাড়া উপজেলা সদরের কাছে সন্ধ্যা নদীর বুকে বসে ভাসমান ধান-চালের হাট। ছোট ছোট নৌকায় ধান ও চাল নিয়ে আসেন কৃষক ও গৃহস্থরা। পাইকাররা তাঁদের কাছ থেকে তা কিনে নেন। ধারণা করা হয়, অন্তত দুই শ বছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী এই হাট
রফিকুল ইসলাম, বরিশাল
সম্পর্কিত খবর