<p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.1pt">কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া বগুড়ার কাহালুতে দাখিল পরীক্ষার্থী ও কক্সবাজারের চকরিয়ায় ছিনতাইকারীকে কুপিয়ে এবং নরসিংদীর রায়পুরায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অন্যদিকে বাগেরহাটের মোল্লাহাট, পটুয়াখালীর দুমকী, ময়মনসিংহের গফরগাঁও, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ী, চট্টগ্রামের রাউজান ও লক্ষ্মীপুর থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুষ্টিয়া<b> : </b>কুষ্টিয়ার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ভেড়ামারা উপজেলায় নাফিস আহমেদ তুষার (২৬) নামের জাসদ ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে গোপালনগর বাজারে এ ঘটনা ঘটে। তুষার মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহসম্পাদক ও রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাঁর বাবার নাম রবিউল ইসলাম। তিনিও জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে তুষারকে হত্যা করা হয়েছে।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ ও পরিবারিক সূত্র জানায়, তুষার রাত ৮টার দিকে গোলাপনগর বাজারে চায়ের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে ৩০ থেকে ৩৫ জন এসে তাঁকে ঘিরে ঘরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায়। আশপাশের মানুষ তাঁকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান। খোঁজ নিয়ে জানা গেছে, তুষার ঈদের ছুটিতে বাড়ি ফেরেন। তিনি একটি মামলার আসামি ছিলেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, প্রতিপক্ষের লোকজন পূর্বশত্রুতাবশত হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়া : বগুড়ার কাহালুতে রেদোয়ান ইসলাম (১৮) নামের এক দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে রেদোয়ানের এক বন্ধুকে আটক করেছে। রেদোয়ান উপজেলার পাতঞ্জা গ্রামের মেরাজুল ইসলামের ছেলে। তিনি দুর্গাপুর এনায়েত উল্লাহ দাখিল মাদরাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। আটক  আবুল কাসেম (১৯) একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, আবুল কাসেমকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, সাত মাস আগে রেদোয়ান তাঁর ব্যবহৃত মোবাইল ফোনসেট ১১ হাজার টাকায় কাসেমের কাছে বিক্রি করেন। এর কিছুদিন পর টাকা ফেরত না দিয়েই কাসেমের কাছ থেকে মোবাইল ফোনটি তিনি নিয়ে যান। ওই টাকা চাইতে গেলে দুজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এরই জের ধরে শুক্রবার রাতে কাসেম হাঁসুয়া দিয়ে রেদোয়ানকে কুপিয়ে হত্যা করেন।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাটে পাঁচ বছরের এক শিশুকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। গতকাল পুলিশ উপজেলার কচুরিয়া গ্রামের একটি বাগান থেকে আহসান বিশ্বাস নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এর আগে সকালে পুলিশ উপজেলার চরকান্তি গ্রামের একটি মৎস্যঘের থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে। আহসান বিশ্বাস নড়াইলের চর শুক্তাইল গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে মোল্লাহাট উপজেলার কচুরিয়া গ্রামে নানা ফিরোজ আহম্মেদের বাড়িতে থাকত।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুমকী (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকী উপজেলার লোহালিয়া নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মুরাদিয়া ইউনিয়নের আমির হোসেন হাওলাদার রাস্তার মাথা সংলগ্ন স্থানে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের এক দিন পর রিয়াজ (১৪) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিদল। গতকাল সকালে পৌর শহরের ইমামবাড়ি খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিয়াজ টেকির চর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রায়পুরা (নরসিংদী) : রায়পুরায় চাঁন মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার দুপুরে মরজাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। চাঁন মিয়া ওই এলাকার মৃত রহম আলীর ছেলে। তিনি শিমুলতলী বাজার জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন। স্থানীয় সূত্র জানায়, দুপুরে মসজিদে প্রবেশ করে উচ্চৈঃস্বরে কথা বলে প্রতিবন্ধী এক শিশু। এ সময় মসজিদ কমিটির সভাপতি চাঁন মিয়া ওই শিশুকে থাপ্পড় দেন। শিশুটি তার দুই মামা জামাল ও সোহেলকে জানালে তাঁরা গিয়ে চাঁন মিয়ার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তাঁকে পিটিয়ে জখম করেন। স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাতে চাঁন মিয়া মারা যান।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জের পূর্বাচলে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল উপশহরের ১৯ নম্বর সেক্টরে ব্রিজের পাশের একটি ড্রেন থেকে দক্ষিণখান আশকোনা এলাকার অটোচালক সাকিব হোসেনের (১৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে পুলিশ আটক করেছে।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চকরিয়া (কক্সবাজার) : বদরখালীতে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির বিরোধে সতীর্থরা কুপিয়ে হত্যা করেছে ফজলে হাসান রিয়াদ (৩০) নামের এক যুবককে। তিনি মগনামাপাড়ার ফরিদুল ইসলামের ছেলে। এ সময় মোহাম্মদ ছোটন (২৫) ও জিদান আল নাহিয়ান (২০) নামের দুজন আহত হন। এর মধ্যে ছোটনের এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে ও গুলিবিদ্ধ হয়েছেন জিদান। পুলিশ জানিয়েছে, খুন হওয়া ফজলে হাসান রিয়াদ, ছোটন ও জিদান ছিনতাইকারীদলের সদস্য। তাঁদের মধ্যে বিরোধ শুরু হয় চুরি-ছিনতাই করে হাতানো টাকার ভাগাভাগি নিয়ে। সেই বিরোধের জেরে নজরুল ও আবু সুফিয়ানের নেতৃত্বে পরিকল্পিতভাবে হত্যা করা হয় রিয়াদকে।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাউজান (চট্টগ্রাম) : রাউজানে শাবনূর আকতার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার মিরাপাড়া গ্রামের জান মিয়া সওদাগরের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাবনূর ওই গ্রামের প্রবাসী মোহাম্মদ শফিউল আজমের স্ত্রী এবং উপজেলার পাঁচখাইন গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে নিখোঁজের পাঁচ দিন পর অটোরিকশাচালক ফজলুল করিমের অর্ধগলিত মরদেহ মিলল ডোবায়। গতকাল বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর এলাকার একটি ডোবা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ফজলুল করিম বঞ্ছানগরের মৃত দরবেশ মিয়ার ছেলে।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরিষাবাড়ী (জামালপুর) : সরিষাবাড়ীতে বাড়ির পাশে আমগাছ থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার লোকনাথপুর গ্রাম থেকে বর্ষা আক্তার (১৭) নামের ওই কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সে লোকনাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. রঞ্জু মিয়ার মেয়ে এবং ধনবাড়ী উপজেলার মুশুদ্দি রেজিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।</span></span></span></span></span></span></p>