<p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবারও আজব কাজের বিশ্বরেকর্ড করলেন বাংলাদেশি নারী নুসরাত জাহান নিপা। এবার তিনি চপস্টিক দিয়ে একেকবারে মাত্র একটি করে তুলে এক মিনিটেই ২৭টি ভাতের দানা খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখালেন। চপস্টিক হচ্ছে চীনাদের ব্যবহৃত ভাত খাওয়ার সরু কাঠি।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরিশালের বাসিন্দা নিপা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। এর আগে তিনি এক মিনিটে সবচেয়ে বেশি ধাতব মুদ্রার (কয়েন) টাওয়ার গড়ে গিনেস বুকে নাম তুলেছিলেন। বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নিপা সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস রেকর্ড করেছিলেন। সেই রেকর্ডটি আমি ভেঙেছি। এর আগে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে বিশ্বরেকর্ড করেছিলাম।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> স্বীকৃতি নিশ্চিত করে সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশের বরিশালের নুসরাত জাহান নিপা ২০২২ সালের ২ সেপ্টেম্বর চপস্টিক নিয়ে ২৭টি ভাতের দানা খাওয়ার কৃতিত্ব গড়েছেন। একই বছর এপ্রিলে এক মিনিটে ২৭টি ভাতের দানা খেয়ে যুক্তরাষ্ট্রের জনৈক টেলান্ড লা পৃথকভাবে গিনেস বুকে ঠাঁই পান। এর আগে ২০১৮ সালে ইতালির সিলভিও সাবা চপস্টিক ব্যবহার করে এক মিনিটে খেয়েছিলেন ২৫টি দানা। </span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিপা বলেন, ইউটিউব দেখে কয়েন দিয়ে টাওয়ার গড়া, অতিদ্রুত ভাতের দানা খাওয়াসহ নানা রকম বিচিত্র বিষয় জানতে পেরেছেন তিনি। করোনাকালে ঘরবন্দি জীবনে নতুন কিছু করার আগ্রহ থেকে তিনি এগুলোর চর্চা শুরু করেন। নিপা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কয়েন দিয়ে টাওয়ার তৈরি করার চেয়ে চপস্টিক দিয়ে ভাতের দানা খেয়ে রেকর্ড করাটা বেশি কঠিন ছিল। এ জন্য অনেক চর্চা করতে হয়েছে। সামনে নতুন কিছু করার চেষ্টা করব। এভাবে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"> </p> <p align="left" class="body" style="text-align:left"> </p>