<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ছাদে করে যাওয়ার সময় গাছের ধাক্কায় আহত শিক্ষার্থীদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শুক্রবার তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বৃহস্পতিবার রাতে শাটল ট্রেন দুর্ঘটনায় আহত ১৬-১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ৯ জনকে ভর্তি রাখা হয়েছে। গতকাল সকালে ৯ জনের মধ্যে তিনজনকে আইসিইউতে নেওয়া হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইসিইউতে চিকিৎসাধীন তিন শিক্ষার্থী হলেন আমজাদ হোসেন সোহাগ (১৮), খলিলুর রহমান (২২) ও অংসইনু মারমা (২১)। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম মেডিক্যাল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্র ও অবেদন বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গত রাত ৯টার দিকে কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন আইসিইউতে তিনজন চিকিৎসাধীন। তাঁদের মাথায় আঘাত রয়েছে। তিনজনের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। একজনের অবস্থা স্থিতিশীল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চমেক হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত কালের কণ্ঠকে বলেন, গত বৃহস্পতিবার রাতে ১৬-১৭ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে এখন নিউরোসার্জারি ওয়ার্ডে ছয়জন এবং আইসিইউতে তিনজন চিকিৎসাধীন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বটতলী স্টেশন ছেড়ে আসে ক্যাম্পাসগামী শাটল ট্রেন। সোয়া ৯টা নাগাদ চৌধুরীহাট এলাকায় পৌঁছালে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। এর মধ্যে ১৬ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে রাতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থী ও প্রশাসনের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাম্পাসের মূল ফটক আটকে তাঁরা বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে একজন শিক্ষার্থীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা প্রথমে জিরো পয়েন্টে থাকা পুলিশ বক্সে হামলা চালান। পুলিশ বক্সে ভাঙচুর করা হয়। পরে চেয়ার-টেবিলে আগুন দেওয়া হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এরপর একদল উপাচার্যের বাসভবনের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। আরেক দল উপাচার্যের তিনতলা বাসভবনের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায়। এ সময় উপাচার্যের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এরপর রাত ১২টার দিকে হামলাকারীরা উপাচার্যের বাসভবন থেকে পরিবহন দপ্তরে এসে সেখানে থাকা দুটি এসি বাসসহ ২৪টি বাস, একটি মোটরসাইকেল, ১৫টি প্রাইভেট কার ও মাইক্রোবাস ভাঙচুর করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রধান প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে। তবে আনুমানিক ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পরিবহন দপ্তরের। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের অনেক শিক্ষক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থান করছেন। যাদের সিটিস্ক্যান প্রয়োজন, তাদের সিটিস্ক্যান করা হচ্ছে। যাদের ওষুধ দরকার, তাদের ওষুধ কিনে দেওয়া হচ্ছে। যারা আহত হয়েছে, আমরা তাদের জন্য দুঃখিত ও মর্মাহত। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। শিক্ষার্থীরা যাতে ছাদে না ওঠে, সে জন্য রেলের বগি বাড়াতে আমরা উদ্যোগ নেব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘটনার রাতেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান উপাচার্য শিরীণ আখতার। এ সময় তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা আহতদের সর্বোচ্চ সহযোগিতা করব। তারা যেন ভালো চিকিৎসা পায় এবং দ্রুত সুস্থ হয়ে ওঠে আমরা এটাই চাইব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p>