kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০২২ । ২২ অগ্রহায়ণ ১৪২৯ । ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪

সবিশেষ

বিশ্বের সবচেয়ে বড় ও বিরল ফুলের ভিডিও ভাইরাল

কালের কণ্ঠ ডেস্ক   

১ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বের সবচেয়ে বড় ও বিরল ফুলের ভিডিও ভাইরাল

ইন্দোনেশিয়ার বনে হাঁটতে বের হয়েছিলেন এক ব্যক্তি। স্রেফ দৈবক্রমে তাঁর সামনে পড়ে যায় বিশাল আকারের বিরল ফুল ‘র‌্যাফ্লেসিয়া আর্নল্ডি’। বিশ্বে এর চেয়ে বড় ফুল আর হয় না। আর এটি তেমন দেখাও যায় না।

বিজ্ঞাপন

সেই ফুলের ভিডিও ধারণ করে এনেছেন তিনি। সেই ভিডিওই সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। সাধারণত এ ধরনের ফুলের আয়ু হয় মাত্র কয়েক দিন। ইন্দোনেশিয়ার রেইন ফরেস্টেই ফোটে এগুলো। আকারে বড় হলেও এতে অবশ্য সুগন্ধ থাকে না। উল্টো এগুলো থেকে আসে দুর্গন্ধ। লাল রঙের এই ফুলে মোট পাঁচটি পাপড়ি থাকে। পরজীবী ধরনের এই গাছের পাতা চোখে পড়ার মতো কিছু নয়। তবে ফুল ফুটলে বোঝা যায় গাছের অস্তিত্ব। র‌্যাফ্লেসিয়া আর্নল্ডি মাটি থেকে তিন ফুট পর্যন্ত উচ্চতার হতে পারে এবং এর ওজন হতে পারে ১৫ পাউন্ডের মতো। এই ফুলের একটি অন্যতম বিশেষত্ব রয়েছে। এটি অন্যান্য ফুলের মতো সূর্য থেকে সরাসরি শক্তি সংগ্রহ করে তা থেকে খাদ্য তৈরি করে না। এর মধ্যেই খাবার সঞ্চিত থাকে। ফুলে সঞ্চিত সে খাবার শেষ হলেই এটি ধীরে ধীরে ঝরে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি এই ফুলের সামনে চলে এসেছেন এবং ঘুরে-ফিরে নিজের মতো করে ভিডিও রেকর্ডও করছেন। ক্যামেরা ফুলের কাছে নিয়ে যাওয়ার পর কয়েকটি মাছি উড়তে দেখা গেছে। ভিডিওতে গন্ধ পাওয়া যায় না বলে ফুলের দুর্গন্ধ থেকে বাঁচোয়া, এমন মন্তব্য করা হয়েছে সংবাদমাধ্যমে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 সাতদিনের সেরা