kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

মা রহিমাকে নিয়ে ঢাকায় মরিয়ম, চিকিৎসা করাবেন

নিজস্ব প্রতিবেদক, খুলনা   

২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমা রহিমাকে নিয়ে ঢাকায় মরিয়ম, চিকিৎসা করাবেন

খুলনা নগরের মহেশ্বরপাশা থেকে নিখোঁজ হওয়া রহিমা বেগমকে নিয়ে ঢাকায় এসেছেন তাঁর ছোট মেয়ে মরিয়ম মান্নান। গতকাল সোমবার ভোরে মাকে নিয়ে মরিয়ম তাঁর ঢাকার ভাড়া বাসায় পৌঁছান।

গত রাতে মরিয়ম কালের কণ্ঠকে জানান, তাঁদের মানসিক ও শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। তাঁর মাকে চিকিৎসা করাবেন।

বিজ্ঞাপন

তবে কোথায় চিকিৎসা করাবেন এখনো ঠিক করেননি। বর্তমানে তাঁরা বাসায়ই অবস্থান করছেন। পরে গণমাধ্যমের সামনে এসে সব কিছু জানাবেন।  

পিবিআই খুলনার এসপি সৈয়দ মুশফেকুর রহমান জানান, আদালতের নির্দেশনা মতো মামলার বাদী আদুরী আক্তারের জিম্মায় তাঁদের মা রহিমা বেগমকে দেওয়া হয়েছে। মেয়েরা তাঁকে ঢাকায় নিয়ে গিয়েছেন বলে তিনি শুনেছেন।

গত ২৭ আগস্ট রহিমা বেগম ‘নিখোঁজ’ হন। গত শুক্রবার ফরিদপুরের বোয়ালখালীর একটি গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়।

 সাতদিনের সেরা