kalerkantho

মঙ্গলবার । ২৭ সেপ্টেম্বর ২০২২ । ১২ আশ্বিন ১৪২৯ ।  ৩০ সফর ১৪৪৪

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক   

১৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর এই সতর্কবার্তা দেয়। এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।

বিজ্ঞাপন

এর প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এতে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের প্রভাবে দেশের সব বিভাগেই হালকা থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

গতকাল রংপুরের সৈয়দপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের কিছু অঞ্চল ছাড়া সব বিভাগেই গতকাল তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।

 সাতদিনের সেরা