kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

বঙ্গবন্ধুর মাজারে ফুল দিতে না পেরে পদ্মা সেতু থেকে লাফ

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৭ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবঙ্গবন্ধুর মাজারে ফুল দিতে না পেরে পদ্মা সেতু থেকে লাফ

জাতির পিতার প্রতি তাঁর ছিল অগাধ ভালোবাসা। তাই ১৫ই আগস্ট শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে গিয়েছিলেন টুঙ্গিপাড়ায়, বঙ্গবন্ধুর সমাধিস্থলে; কিন্তু সেখানকার কিছু বাধ্যবাধকতা ও নিয়মের কারণে সমাধিস্থলে ঢুকতেই পারেননি তিনি। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করেও সমাধিতে ফুল দিতে না পেরে ফিরে আসেন।

ফেরার পথে হতাশা ও আক্ষেপে তিনি আত্মহননের উদ্দেশ্যে পদ্মা সেতুর ওপর থেকে লাফ দিয়ে নদীতে পড়েন।

বিজ্ঞাপন

লাফ দেওয়ার আগে তাঁর আক্ষেপের কথা মোবাইলে ভিডিও করেও রেখে যান। তাঁর নাম নুরুজ্জামান (৩৮), বাড়ি ময়মনসিংহের গৌরিপুরের জুরাইন গ্রামে। নারায়ণগঞ্জের কাঁচপুর ঊর্মি

গার্মেন্টে কাজ করতেন তিনি। গত ১৫ আগস্ট বিকেল পৌনে ৩টার  দিকে এই ঘটনা ঘটে। এরপর নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা পদ্মা নদীতে উদ্ধার তৎপরতা শুরু করেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

জনা যায়, সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর মাজারে যান মনিরুজ্জামান ও তাঁর বন্ধু ওমর ফারুক। অনেক চেষ্টা করেও ফুল দিতে না পেরে ফিরে আসেন তাঁরা। ঢাকার পথে পদ্মা সেতু অতিক্রম করার সময় ১০ ও ১১ নম্বর পিলারের কাছে ভাড়া করা গাড়ি থামিয়ে নদীতে ঝাঁপ দেন তিনি। অন্য প্রান্ত দিয়ে যাওয়া আরেকটি গাড়ি সেতুর ভিডিও করার সময় এ দৃশ্যটি ক্যামেরায় ধরা পড়ে। এরপর হতবাক সহকর্মী ওমর ফারুক ৯৯৯ নম্বরে কল দিলে নৌ পুলিশ এসে খোঁজাখুঁজি শুরু করে। ওমর ফারুক জানান, বিশেষ পাস না থাকায় তাঁদের সমাধিতে যেতে দেওয়া হয়নি। এই দুঃখে তাঁর বন্ধু আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দিয়েছেন।

বাড়ি ফেরার সময় নুরুজ্জামান তাঁর মোবাইলে আক্ষেপের কথা রেকর্ড করেন। ওই রেকর্ডে শোনা যায়, তিনি বলছেন, ‘এখানে শুধু দেখলাম মন্ত্রী-মিনিস্টার তাঁরাই শুধু। আর তাঁদের কিছু লোক। আর শুধুই প্রশাসন। তাঁরাই কি দেশের সব কিছু? আমরা কি কিছুই ভূমিকা রাখি না?’

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওহিদুজ্জামান জানিয়েছেন, নৌ পুলিশ সোমবার থেকেই উদ্ধার তৎপরতা শুরু করেছে। এরই মধ্যে ঢাকা থেকে একটি ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও সেনা সদস্যরা উদ্ধারকাজে যোগ দিয়েছে। নিখোঁজ ব্যক্তির বন্ধু ওমর ফারুক ও গাড়িচালক আজিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ’

 সাতদিনের সেরা