রাজধানীর কামরাঙ্গীরচরের মুসলিমবাগের একটি বাড়ি থেকে মেরাজ (২০) ও রুবেল (২০) নামের দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল এই ঘটনা ঘটে।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ রায় বলেন, ‘আমরা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে রুবেল নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, মেরাজের মা-বাবা বাসায় না থাকায় নেশাজাতীয় কিছুু খেয়ে বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হতে পারে। মেরাজের পরিচয় পাওয়া গেলেও এখনো রুবেলের বিষয়ে বিস্তারিত কিছুু জানা যায়নি। সে মেরাজের বন্ধু ও প্রতিবেশী বলে জানা গেছে। ’ ঘটনার তদন্ত চলছে বলে জানান এসআই অনিরুদ্ধ।