সুন্দরবনে মধু আহরণের সময় বাঘের হামলায় কওছার গাইন (৩২) নামের এক মৌয়াল নিহত হয়েছেন। গত শনিবার বিকেল ৫টার দিকে নোটাবেকী বন স্টেশন অফিসের বিপরীতে ভারতীয় সীমান্তে সুন্দরবনের ঝাড়খালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কওছার গাইন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলিসাবুনিয়া গ্রামের আবদুর রাজ্জাক গাইনের ছেলে।
নিহতের মহাজন শহিদুল ইসলামের বরাত দিয়ে বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) নুর আলম জানান, কওছার গাইন গত ৫ মে পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী কার্যালয় থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন।
বিজ্ঞাপন
সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক (এসসিএফ) এম এ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারত সীমান্তে হওয়ায় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। চলতি বছর মধু আহরণের মৌসুমে এ পর্যন্ত দুজন মৌয়াল বাঘের আক্রমণে নিহত হয়েছেন বলে তিনি জানান।