পিছিয়ে যাচ্ছে মহাকাশে ভারতীয় নভোচারী পাঠানোর কর্মসূচি। শুক্রবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানাল, নিরাপত্তাগত উদ্বেগের কারণে চলতি বছর ‘গগনযান-২০২২’ প্রকল্পের চূড়ান্ত ধাপ সম্পন্ন না-ও হতে পারে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন, ‘নিরাপত্তার কারণে প্রথমে আগামী সেপ্টেম্বর ও নভেম্বরে দুটি মনুষ্যবিহীন মহাকাশযানকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার পরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে। ’
মহাকাশবিজ্ঞানীদের মতে, কোনো নভোযান উেক্ষপণের চেয়ে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা অনেক বেশি কঠিন।
বিজ্ঞাপন
প্রকল্পটির অগ্রগতির খবর জানিয়ে ইসরো বলেছিল, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে ভারতের মহাকাশে নভোচারী পাঠানোর কর্মসূচি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, পৃথিবীকে ঘিরে মহাকাশযানের যে মডিউলটি পাক খাবে, তাতে দুটি অংশ থাকবে। একটিতে মহাকাশচারীরা থাকবেন। সেটির নাম ক্রু মডিউল। এটি যুক্ত থাকবে সার্ভিস মডিউলের সঙ্গে। মহাকাশচারীরা মহাকাশে থাকবেন পাঁচ থেকে সাত দিন। এরপর আরব সাগরের উপকূলে কোনো জায়গায় তাঁদের নামিয়ে আনা হবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা