kalerkantho

সোমবার । ২৭ জুন ২০২২ । ১৩ আষাঢ় ১৪২৯ । ২৬ জিলকদ ১৪৪৩

সবিশেষ

ইমেলদা মার্কোসের ঘরেই তবে নিখোঁজ পিকাসোর ছবি?

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেইমেলদা মার্কোসের ঘরেই তবে নিখোঁজ পিকাসোর ছবি?

বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা এক মহামূল্যবান এবং খোয়া যাওয়া ছবির হদিস কি তাহলে মিলল ফিলিপাইনের সাবেক স্বৈরশাসকের স্ত্রীর বসার ঘরে?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। তাতে দেখা যাচ্ছে, ইমেলদা মার্কোস তাঁর ছেলের নির্বাচনী জয় উপলক্ষে বাড়িতেই আনন্দের আসর জমিয়েছেন। সেই অনুষ্ঠানের ছবিতেই ইমেলদার বসার ঘরের দেয়ালে আটকানো ফ্রেমবন্দি একটি ছবি নজর  কেড়েছে নেটিজেনদের। অনেকেরই বিশ্বাস, এটি পিকাসোর আঁকা ছবি ‘ফেম কুশে ৬’।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই খোঁজ মিলছিল না এটির।

তবে ছবিটি আসল, নাকি পিকাসোর আঁকা ছবির প্রতিরূপ মাত্র, তা নিয়েও বিতর্ক চলছে।

প্রসঙ্গত, ফিলিপাইনের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন ফার্দিনান্দ রমুলাদেজ মার্কোস জুনিয়র। ছেলের জয়ের আনন্দেই উৎসবে মেতে ওঠেন মা। টিভিতে তাঁর সাক্ষাৎকারও প্রদর্শিত হয়। আর সেই সাক্ষাৎকার সম্প্রচারিত হতেই বহু শিল্পরসিকের চক্ষু চড়কগাছ হয়ে যায়। কারণ হারিয়ে যাওয়া বহুমূল্য সেই শিল্পসৃষ্টিরই হয়তো দেখা মিলল দেশের পরবর্তী প্রেসিডেন্টের মা এবং সাবেক ফার্স্ট লেডির অন্দরমহলে।

আন্তর্জাতিক মহলে এ নিয়ে লেখালেখি শুরু হয়েছে। প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে, বসার ঘরে ছেলেকে আলিঙ্গন করে আছেন প্রয়াত সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের স্ত্রী। সেই  ঘরের দেয়ালে আরো কয়েকটি ছবির পাশে রয়েছে কথিত পিকাসোর চিত্রকর্মটিও।

সূত্র : এই সময়সাতদিনের সেরা