kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

সবিশেষ

বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু চালু

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু চালু

চেক রিপাবলিকে চালু হয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু ‘স্কাই ব্রিজ ৭২১’। পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সেতুটি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে সেতুটির ছবি। প্রায় দুই বছর ধরে ‘স্কাই ব্রিজ ৭২১’ সেতুর নির্মাণকাজ চলে।

বিজ্ঞাপন

এটি গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। পাহাড়ি উপত্যকার ৩১২ ফুট ওপরে ঝুলন্ত অবস্থায় দুটি পর্বতশৃঙ্গকে যুক্ত করেছে স্কাই ব্রিজ ৭২১। এর দৈর্ঘ্য দুই হাজার ৬৩৫ ফুট। সেতুটিতে যেতে হবে কেবল কারের মাধ্যমে। সেতুপথটি হবে একমুখী। বের হওয়ার পর বনের ভেতরে তৈরি পথে পা রাখবে পর্যটকরা।   সেখানে দেশটির ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাবে তারা। প্রায় দেড় মিটার প্রস্থের এই সেতু শিশুদের জন্যও উন্মুক্ত রাখা হয়েছে। তবে হুইলচেয়ার বা পুশচেয়ারে বসতে হয়, এমন মানুষের জন্য এটি উপযোগী নয় বলে জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সেতুটি তৈরিতে ২০ কোটি ক্রাউন খরচ হয়েছে, ডলারের হিসাবে যা দাঁড়াচ্ছে ৮৪ লাখে। চেক রিপাবলিকের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কাই ব্রিজ ৭২১ নেপালের বাগলাং পর্বত পদসেতুর চেয়ে ১৫৪ মিটার লম্বা। এত দিন দীর্ঘতম ঝুলন্ত সেতুর গিনেস বিশ্বরেকর্ডটি  নেপালের দখলেই ছিল। চেক রাজধানী প্রাগ থেকে ঝুলন্ত সেতুটি পর্যন্ত যেতে গাড়িতে আড়াই ঘণ্টা সময় লাগবে। চেক রিপাবলিক কেন্দ্রীয় ইউরোপের স্থলবেষ্টিত একটি দেশ। দক্ষিণে অস্ট্রিয়া, পশ্চিমে জার্মানি, উত্তর-পূর্বে পোল্যান্ড এবং দক্ষিণ-পূর্বে স্লোভাকিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে দেশটির। এটি আগে ছিল চেকোস্লোভাকিয়ার অংশ, যা ভেঙে দুটি দেশ হয়েছে।

সূত্র : এনডিটিভিসাতদিনের সেরা