জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে গোল্ড ফেয়ারের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দেশে প্রথমবারের মতো এ ধরনের জুয়েলারি মেলা হচ্ছে। আগামী ১৭ মার্চ তিন দিনের এই মেলা শুরু হবে।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাজুসের জেলা পর্যায়ের নেতাদের নিয়ে দুই দিনব্যাপী মতবিনিময়সভায় এই সিদ্ধান্ত হয়।
বিজ্ঞাপন
বাজুস সভাপতি জানান, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের শুভক্ষণে বাজুস গোল্ড ফেয়ার-২০২২ উদ্বোধন করা হবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় হবে এই উৎসব। মেলায় জুয়েলারির দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতারা অংশ নেবেন। বৈঠকে সায়েম সোবহান আনভীর বলেন, জুয়েলারি খাতে ভ্যাটসহ নানা সংকট বিদ্যমান। এসব সংকটের সমাধানে সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। বাজুস ফেয়ার এই খাতের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হবে। সারা দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুসের সদস্য হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
জুয়েলারি খাতের ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে বাজুস সভাপতি বলেন, ‘আপনারা দেশে জুয়েলারি কারখানা স্থাপন করুন। রপ্তানিতে মনোযোগ দিন। জুয়েলারি পণ্য রপ্তানির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রত্যাশিত সোনার বাংলা গড়ার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। ’