ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গতকাল বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ছবি : কালের কণ্ঠ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার শুশুতি গ্রাম ও বেগম ফজিলাতুন নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয় মাঠে প্রায় ২০০ জনকে গতকাল শনিবার এসব কম্বল দেওয়া হয়।
গতকাল নাতির সঙ্গে কম্বল নিতে এসেছিলেন ইয়ারজান খাতুন (৮২)। কম্বল পেয়ে তিনি বলেন, ‘মাঘ মাসের শীতে, বাঘ কাফে।
বিজ্ঞাপন
কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কালের কণ্ঠ শুভসংঘ। এ সময় উপজেলায় শুভসংঘের প্রধান উপদেষ্টা ডা. হারুন আল মাকসুদ, শুভসংঘের সভাপতি প্রভাষক নির্মল চন্দ্র বিশ্বাস ও অন্যরা উপস্থিত ছিলেন।
ডা. হারুন আল মাকসুদ বলেন, ‘তীব্র শীতে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ’