kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

সবিশেষ

দেশপ্রেম এবার কুচকাওয়াজেও

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশপ্রেম এবার কুচকাওয়াজেও

হংকংয়ের পুলিশ বাহিনীকে ‘দেশপ্রেম’ শেখাচ্ছে চীনা সেনারা। তারা আর সাবেক ঔপনিবেশিক শাসক ব্রিটিশদের শেখানো আদলে কুচকাওয়াজ করবে না। করবে চীনা পদ্ধতিতে। দেশপ্রেমের স্বার্থে এখন নতুন পদ্ধতির অনুশীলন চলছে বলে গতকাল শুক্রবার জানিয়েছে হংকংয়ের পুলিশ।

চীনা সেনারা দুই পা দৃঢ়ভাবে সোজা রেখে কুচকাওয়াজ করে। এই পদ্ধতিকে বলা হয় ‘গুজ-স্টেপিং’।

হংকংয়ে নতুন কায়দার কুচকাওয়াজ প্রথম দেখা যায় গত বছরের ১৫ এপ্রিল জাতীয় নিরাপত্তা শিক্ষা দিবসে। বেইজিংয়ের আরোপ করা বিতর্কিত কঠোর নিরাপত্তা আইন অনুমোদনের পর এই পদ্ধতিতে কুচকাওয়াজ চালু করার উদ্যোগ নেওয়া হয়।

হংকং পুলিশ এক বিবৃতিতে বলেছে, দেশপ্রেম দেখানোর পাশাপাশি প্রিয় মাতৃভূমি ও হংকংয়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে চীনা শৈলীতে কুচকাওয়াজের পরিকল্পনা  করা হয়েছে।

চীনের সেনাবাহিনী ‘পিপলস লিবারেশন আর্মি’র সেনারা গত বছরের ফেব্রুয়ারি থেকে হংকংয়ের পুলিশকে এই প্রশিক্ষণ দিচ্ছে। বর্তমানে হংকংয়ের পুলিশ নিয়মিতভাবে এই প্রশিক্ষণ নিচ্ছে। আগামী ১ জুলাই ব্রিটিশ শাসন থেকে চীনের কাছে হংকং হস্তান্তরের ২৫ বছর পূর্তি হবে। এই বার্ষিকীতে সেখানকার পুলিশ আনুষ্ঠানিকভাবে এই ‘দেশপ্রেমী কুচকাওয়াজ’ শুরু করবে।

সূত্র : এএফপি সাতদিনের সেরা