kalerkantho

সোমবার ।  ১৬ মে ২০২২ । ২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৪ শাওয়াল ১৪৪৩  

সবিশেষ

পূর্ণ সূর্যগ্রহণে অ্যান্টার্কটিকা অন্ধকার!

কালের কণ্ঠ ডেস্ক   

৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপূর্ণ সূর্যগ্রহণে অ্যান্টার্কটিকা অন্ধকার!

তুষাররাজ্য অ্যান্টার্কটিকা মহাদেশের বড় অংশ এমনিতেই মাসের পর মাস অন্ধকারে থাকে। এবার পূর্ণ সূর্যগ্রহণে মহাদেশের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল পুরো অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। গত শনিবার দিনের শুরুতে ঘটে এই বিরল ঘটনা। কিছু বিজ্ঞানী আর রোমাঞ্চপিয়াসি পর্যটকরা এই দৃশ্যটি প্রত্যক্ষ করেন।

বিজ্ঞাপন

সান্তিয়াগো দে চিলি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রাউল করদেরো বলেন, ‘দৃশ্যটি ছিল অসাধারণ। ’ পূর্ণ গ্রহণের সময় সেখানে ছিলেন রাউল। গ্রিনিচ মান সময় সকাল ৭টা ৪৬ মিনিটে এটি প্রথম দৃশ্যমান হয়। ‘রিং অব ফায়ার’টি  ৪০ সেকেন্ডেরও বেশি সময় স্থায়ী হয়। সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ অবস্থান করলে ঘটে সূর্যগ্রহণ। গত শনিবারের পূর্ণ সূর্যগ্রহণ শুধু অ্যান্টার্কটিকায় দৃশ্যমান ছিল। স্বল্পসংখ্যক বিজ্ঞানী, বিশেষজ্ঞ এবং রোমাঞ্চপ্রিয় পর্যটকরাই এটি দেখার সুযোগ পেয়েছেন। এ জন্য তাঁদের গুনতে হয়েছে ৪০ হাজার ডলার পর্যন্ত। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) অ্যান্টার্কটিকার ইউনিয়ন গ্লেসিয়ার ক্যাম্প থেকে সূর্যগ্রহণের দৃশ্য সরাসরি সম্প্রচার করেছে। এতে দেখা যায়, গ্রিনিচ মান সময় সকাল ৭টায় চাঁদ ধীরে ধীরে সূর্যের সামনে যেতে শুরু করে এবং একসময় সূর্যকে পুরো ঢেকে ফেলে। সকাল ৮টা ৬ মিনিটে গ্রহণ শেষ হয়। উল্লেখ্য, ইউনিয়ন গ্লেসিয়ার ক্যাম্প দক্ষিণ মেরু থেকে এক হাজার কিলোমিটার দূরে। নাসা জানায়, সেন্ট হেলেনা, নামিবিয়া, লেসেথো, দক্ষিণ আফ্রিকা, চিলি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াসহ দক্ষিণ গোলার্ধের কিছু অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে। অ্যান্টার্কটিকায় সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৩ সালের ২৩ নভেম্বর। ২০৩৯ সাল পর্যন্ত আর তা দেখা যাবে না।

সূত্র : এএফপি।সাতদিনের সেরা