kalerkantho

রবিবার । ৯ মাঘ ১৪২৮। ২৩ জানুয়ারি ২০২২। ১৯ জমাদিউস সানি ১৪৪৩

চট্টগ্রাম বন্দর

কনটেইনার ডিপোগুলো ২৩% মাসুল বাড়াল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১১ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকনটেইনার ডিপোগুলো ২৩% মাসুল বাড়াল

ডিজেলের দাম বাড়ার কারণ দেখিয়ে ২৩ শতাংশ মাসুল বাড়িয়েছে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক কনটেইনার ডিপোগুলো। ডিজেলের দাম বাড়ার দিন অর্থাৎ ৪ নভেম্বর থেকেই পাঁচটি খাতে এই বাড়তি মাসুল আদায় কার্যকর হবে। গত মঙ্গলবার এক ভার্চুয়াল সভায় ডিপো মালিকরা নিজেরাই এই সিদ্ধান্ত নেন।

রপ্তানি পণ্যের পুরোটা এবং আমদানি পণ্যের একটি বড় অংশ বেসরকারি কনটেইনার ডিপোর মাধ্যমে পরিবহন করা হয়।

বিজ্ঞাপন

ফলে হঠাৎ করে মাসুল বাড়ার কারণে পুরো খাতেই এর নেতিবাচক প্রভাব পড়বে।

গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘এখানে ইচ্ছামতো মাসুল বাড়ানোর সুযোগ নেই। মাসুল বাড়ার কথা বিজিএমইএ জানল না, বন্দর জানে না, ব্যবহারকারী কোনো সংগঠন জানে না। ফলে এ ধরনের সিদ্ধান্ত অরাজকতা তৈরি করবে। আমাদের পণ্য পরিবহনে ব্যয় বাড়বে। এটা দ্রুত প্রত্যাহার করা উচিত। ’

ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের সহসভাপতি খায়রুল আলম সুজন বলেন, ‘আইসিডি নীতিমালায় ট্যারিফ কমিটি বসেই এই সিদ্ধান্ত নেবে। কমিটিতে চট্টগ্রাম বন্দর, শিপিং এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডার, সিঅ্যান্ডএফ এজেন্ট সদস্য হিসেবে রয়েছে। ফলে নীতিমালা অনুযায়ী এককভাবে কারো মাসুল বাড়ানোর সুযোগ নেই। বিকডা নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তো হবে না। ’

পরবর্তী পদক্ষেপ কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চিঠি দিয়ে বিষয়টি প্রত্যাহার করতে বলব; এরপর বন্দরের হস্তক্ষেপ চাইব। ’

জানা যায়, ১৯টি বেসরকারি আইসিডিতে শতভাগ রপ্তানি পণ্য কনটেইনার বোঝাই করে জাহাজীকরণের জন্য বন্দরে নেওয়া হয়। এ ছাড়া খাদ্যপণ্যসহ ৩৭ ধরনের আমদনি পণ্য জাহাজ থেকে বন্দরে নামানোর জন্য সেগুলো ডিপোতে এনে খালাস করা হয়।

ডিপো মালিকদের সংগঠন বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খান বলেন, ‘ডিজেলের দাম বাড়ার কারণে ডিপোগুলোর বিদ্যমান আর্থিক সংকট আরো বেড়েছে। পণ্যবাহী গাড়ি ও ডিপোর যন্ত্রপাতির জ্বালানি ব্যয় বেড়েছে। এসব সমন্বয় করতে জ্বালানি সারচার্জ আরোপ করা হয়। যে চার্জ বাড়ানো হয়েছে তা অতিরিক্ত জ্বালানি ব্যয় সমন্বয় করা হবে। ’ আলোচনা না করেই মাসুল বাড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো ভাড়া বাড়েনি, ভাড়া সমন্বয় করা হয়েছে। তাহলে অনুমতি নিতে হবে কেন?’

 সাতদিনের সেরা