kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

বিএসএমএমইউর গবেষণায় তথ্য

জুলাইয়ে করোনা রোগীর ৯৮ শতাংশই ডেলটা

নিজস্ব প্রতিবেদক   

৬ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজুলাইয়ে করোনা রোগীর ৯৮ শতাংশই ডেলটা

দেশে সম্প্রতি কভিড-১৯ শনাক্তদের ৯৮ শতাংশই ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের গবেষণায় এই চিত্র উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানান।

অনুষ্ঠানে জানানো হয়, গত জানুয়ারিতে দেশে আলফা ভেরিয়েন্টে (যুক্তরাজ্যে প্রথম শনাক্ত) সংক্রমণ হার বেশি ছিল। এরপর মার্চে দক্ষিণ আফ্রিকা বা বেটা ভেরিয়েন্টের প্রাদুর্ভাব দেখা দেয়। পরে ছড়িয়ে পড়ে ডেল্টা। গত এক মাসে ৩০০ নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে দেখা যায়, মোট সংক্রমণের প্রায় ৯৮ শতাংশ হচ্ছে ইন্ডিয়ান বা ডেল্টা ভেরিয়েন্ট। ১ শতাংশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা বা বেটা ভেরিয়েন্ট। যদিও এই বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রথম ১৫ দিনে এই হার ছিল ৩ শতাংশ। একজন রোগীর ক্ষেত্রে মরিসাস ভেরিয়েন্ট অথবা নাইজেরিয়ান ভেরিয়েন্ট পাওয়া গেছে। চলতি বছরের ২৯ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত কভিড-১৯ আক্রান্ত দেশব্যাপী রোগীদের ওপর এই গবেষণা পরিচালিত হয়। এই গবেষণায় দেশের সব বিভাগের রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং করা হয়। গবেষণায় অন্তর্ভুক্ত কভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৫৩ শতাংশ পুরুষ। বিএসএমএমইউয়ের গবেষণায় ৯ মাস থেকে শুরু করে ৯০ বছর বয়সী রোগীকে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ৩০ থেকে ৩৯ বয়সীদের সংখ্যা বেশি।

 সাতদিনের সেরা