kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

সবিশেষ

কাঁদলেও ছড়াচ্ছে করোনা

কালের কণ্ঠ ডেস্ক   

৩ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকাঁদলেও ছড়াচ্ছে করোনা

সাবধান! এবার কাঁদলেও ছড়াচ্ছে করোনা। সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে, কভিড পজিটিভ রোগীর চোখের পানি থেকেও ছড়ায় করোনাভাইরাস; যদিও এখন পর্যন্ত ড্রপলেটই সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে বেশি সক্রিয় বলে মনে করা হচ্ছে। ভারতের অমৃতসরের সরকারি মেডিক্যাল কলেজের একটি গবেষণায় উঠে এসেছে এই তথ্য।

কভিড পজিটিভ রোগীদের অনেক সময় ড্রাই আইস অর্থাৎ চোখ শুকিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়। এর ফলে নির্গত চোখের পানি থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। দেখা গেছে, ১২০ জনের মধ্যে ৬০ জন কভিড রোগীর ক্ষেত্রে চোখের এই রোগ ধরা পড়েছে।

তাদের মধ্যে কয়েকজনের কনজাংটিভাইটিস, কয়েকজনের চোখ জ্বালা, কারো আবার আরো মারাত্মক ইনফেকশন ধরা পড়ে। এদের মধ্যে ৩৭ শতাংশ রোগীর চোখের সমস্যা ততটা মারাত্মক না হলেও বাকি ৬৩ শতাংশ কভিড রোগীর ক্ষেত্রে সংক্রমণের মাত্রা গুরুতর। গবেষণার ফল জানাচ্ছে, এই রোগীদের মধ্যে ১৭.৫ শতাংশের চোখের পানি পিসিআর টেস্টে পজিটিভ আসে। ফলে পজিটিভ রোগীদের চোখের পানি থেকেও সাবধানে থাকার কথা বলা হচ্ছে। সূত্র : এই সময়।সাতদিনের সেরা